অমাবস্যাতেও ‘চাঁদের আলো’ রাজকোষে! কৌশিকী কালীপুজোয় যা মদ বিক্রি হল…. চমকে দেবে হিসেব

বাংলাহান্ট ডেস্ক : কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রতি বছর পুণ্যার্থীদের ভিড় হয় তারাপীঠে। চলতি বছরের কৌশিকী অমাবস্যাতেও লক্ষ মানুষের সমাগম হয়েছিল মহাপীঠ তারাপীঠে। তবে শুধু মা’কে পুজো দিয়েই ক্ষান্ত হলেন না ভক্তরা। ভক্তদের ‘কৃপায়’ কৌশিকী অমাবস্যায় কোটি কোটি টাকার মদ (Liquor) বিক্রি হল তারাপীঠে।

ব্যাপক মদ (Liquor) বিক্রি তারাপীঠে

এই দুদিন তারাপীঠের এফ.এল শপগুলি থেকে যে পরিমাণ মদ বিক্রি হয়েছে তা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য আপনার। আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ৩০ অগস্ট শুক্রবার এবং ৩১ অগস্ট শনিবার তারাপীঠের ৩২ টি মদের দোকান সংগ্রহ করেছে প্রায় আড়াই কোটি টাকার মতো মদ।

আরোও পড়ুন : ৬,৭,৮ সাবধান! রাত পোহালেই ঝড়-বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে, কোন কোন জেলা ভিজবে?

এছাড়াও আগে থেকেও এই দোকানগুলিতে মজুদ ছিল প্রচুর পরিমাণ মদ। রবিবার ছুটির দিন থাকায় সেদিন মদ মজুদ করা যায়নি। তবে তার পরের দিন অর্থাৎ ১ সেপ্টেম্বর অমাবস্যার দিন অর্ডার দেওয়া হয়েছিল ১ কোটি ৩০ লক্ষ টাকার মদ। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে প্রতি বছরই বিক্রি হয় কোটি কোটি টাকার মদ।

আরোও পড়ুন : কারচুপি অতীত! এবার কড়া সিদ্ধান্ত সরকারের, পুজোর আগেই বিরাট উদ্যোগ

গ্রাহকদের আকর্ষণ করতে মদের দোকানগুলি (Liquor Shop) দিয়ে থাকে বিশেষ ছাড় বা গিফট। অভিনব পন্থায় বিজ্ঞাপন চলেছিল চলতি বছরেও। ভক্তিরসের পাশাপাশি যারা সোমরসেও মেতে উঠেছিলেন তাদের ‘আশীর্বাদে’ বড় লাভের মুখ দেখল রাজ্যের কোষাগার।

liquor west bengal

আবগারি দপ্তর সূত্রে খবর, তারাপীঠের (Tarapith) মদের দোকানগুলি থেকে রবি ও সোমবার বিক্রি হয়েছে প্রায় ৫ কোটি ৯০ লক্ষ টাকার মদ। দপ্তর বলছে, এখনো চূড়ান্ত রিপোর্ট এসে পৌঁছায়নি। আন্দাজ করা হচ্ছে রিপোর্ট দেখলে বোঝা যাবে মদ (Liquor) বিক্রির পরিমাণ হয়ত আরো খানিকটা বেশি ছিল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর