বাংলাহান্ট ডেস্কঃ চীন থেকে আগত করোনাভাইরাস প্রান কেড়েছে অনেকের। আবার আক্রান্তের সংখ্যাটাও কম নয়। সারা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে এই ভাইরাসের জেরে। যেন মহামারী লেগেছে। তার জেরে দেশে চলছে সরকারজুড়ে লকডাউন (lockdown)। মানুষের খুব দরকার ছাড়া বাড়ি থেকে বেরোতে পারছে না। স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, আফিস সবই বন্ধ। যা কাজ তা বাড়ি থেকেই হচ্ছে।
অসমের (assam) প্রশাসন অবশেষে মদ্যপায়ীদের কথা ভাবল । সোমবার থেকেই অসমে খুলে যাচ্ছে মদের দোকান। কাজ করতে পারবেন ডিস্ট্রিবিউটররাও। ছাড় দেওয়া হচ্ছে মদ উৎপাদনকারী সংস্থাকেও। তবে সরকারের তরফে সমস্ত মদ বিক্রেতাকে সতর্ক করা হয়েছে দোকানগুলিতে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আপাতত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মদের দোকানগুলি খোলা থাকবে। আবগারি দফতরের অতিরিক্ত কমিশনার রবিবার জানিয়েছেন, আপাতত মদ উৎপাদক সংস্থাগুলিকে মোট কর্মীর অর্ধেক নিয়ে কাজ করতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে কর্মীদের আবার নিযুক্ত করা যাবে।
এই মুহূর্তে অসমে করোনা (corona) আক্রান্তের সংখ্যা ২৯। মৃত্যু হয়েছে হাইলাকান্দির জেলার এক করোনা রোগীর।