বাংলার রেডজোনেও খুলছে মদের দোকান, তবে দাম বৃদ্ধি ৩০%

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ রুখতে আগামী ১৭ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার (central goverment)। তবে লকডাউনের তৃতীয় দফায় আরও বেশ কিছু বিষয়ের সঙ্গে মদের দোকান খোলার ক্ষেত্রেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার থেকে পরবর্তী ১৪ দিন শুধুমাত্র গ্রিন জোনগুলিতে লিকার শপ খোলা যাবে বলে শুক্রবার প্রকাশিত এক কেন্দ্রীয় নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে পান ও তামাকজাত পণ্য বিক্রির উপরেও বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু করোনার আবহে সুরাপ্রেমীদের জন্য সুখবর দিয়ে বাংলা, মহারাষ্ট্র, কর্নাটক ও অসমের মতো রাজ্যে রেড জোনেও খুলতে যাচ্ছে স্ট্যান্ড অ্যালোন মদের দোকান।

corona 2004110303 20200412014705

মদ প্রেমীদের জন্য সুখবর 

লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই দেশের সমস্ত মদের দোকান বন্ধ। গত কয়েক সপ্তাহে তা নিয়ে একাধিক বার কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয় অ্যালকোহলজাত পানীয় উৎপাদন সংগঠন। দোকান খোলার অনুমতি চায় তারা। গত সপ্তাহে এই নিয়ে রাজ্যগুলিকেও চিঠি দেয় তারা। তাতে বলা হয়, লকডাউনের জেরে গত ২৪ মার্চ থেকে ২০ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে রাজ্যগুলির। তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যদিও সেই লকডাউনে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। সেই ছাড়ের মধ্যে রয়েছে মদের দোকান খোলার ছাড়পত্রও।

যে সব জায়গায় খোলা থাকবে মদের দোকান 

কেন্দ্রের নির্দেশিকায় শুধুমাত্র গ্রিনজোনে মদের দোকান খোলার কথা জানানো হয়েছিল। যদিও এরপর বাংলা, মহারাষ্ট্রের মতো কিছু রাজ্যে স্ট্যান্ড অ্যালন মদের দোকান খোলা রাখার কথা জানানো হয়েছে। সূত্রের খবর বাংলায় রেড জোনে দুপুর ১২ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত মদের দোকান খোলা থাকতে পারে বলে জানা গিয়েছে। । অরেঞ্জ ও গ্রিন জোনের জন্য মদের দোকান খোলায় সময় সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা।

lockdown 2

মদের দাম ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন দামেই মদ বিক্রি হবে কাল থেকে।রাজ্য সরকারগুলির এই ঘোষণার অনেকেই অবশ্য সিঁদুরে মেঘ দেখছেন। সরকার যদিও দোকানগুলিতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখার বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে, তবে সাধারণ মানুষ তা পালনে কতটা সমর্থ হবে, তা নিয়ে সন্দিহান অনেকেই। যদিও মদের দোকান খোলার ক্ষেত্রে বেশ কিছু সুস্পষ্ট বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। বলা হয়েছে, বিক্রেতার সঙ্গে ন্যূনতম ছ’ফুট দূরত্ব নিশ্চিত করতে হবে বিক্রেতাকে।

ff204 wine shop display rack2

দু-গজের দূরত্ব বজায় রাখতে হবে প্রত্যেক ক্রেতার মধ্যেও। সেইসঙ্গে একসঙ্গে যাতে পাঁচ জনের বেশি ক্রেতা দোকানে যেন না থাকেন, তাও নিশ্চিত করতে হবে। তবে রেড জোন ও তার সংলগ্ন অঞ্চলে মদের দোকান খোলার কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছিল। কিন্তু অনেক রাজ্যই সেই বিষয়ে হাঁটছে না বলেই জানা গিয়েছে।

 


সম্পর্কিত খবর