বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে ততই ভারতে (India) সাক্ষরতার হার (Literacy Rate) বৃদ্ধি পাচ্ছে। শিক্ষিত যুবক-যুবতীর পরিমাণ বাড়ছে ক্রমাগত। পূর্ণ সাক্ষরতার লক্ষ্যে এগিয়ে চলেছে আমাদের দেশ। তবে দেশের প্রতিটি রাজ্যে কিন্তু সাক্ষরতার হার সমান নয়। এক্ষেত্রে আজ আমরা দেখে নেব ভারতের দশটি স্বল্প শিক্ষিত রাজ্যের তালিকা।
১. বিহার: তালিকার প্রথমেই রয়েছে বিহারের নাম। দেশের সবথেকে বেশি নিরক্ষর মানুষের বাস এই রাজ্যে। বিহারে সাক্ষরতার হার ৬১.৮০%।
২. অরুণাচল প্রদেশ: এই রাজ্য স্বল্পশিক্ষিত রাজ্যের তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে। অরুণাচল প্রদেশে সাক্ষরতার হার ৬৫.৩৮%।
৩.রাজস্থান: এই মরুরাজ্যে সাক্ষরতার হার কিন্তু অনেকটাই কম। রাজস্থানে সাক্ষরতার হার মাত্র ৬৬.১১%।
আরোও পড়ুন : আর রেয়াত নয়! ‘চার সপ্তাহের মধ্যে ৬% সুদ সমস্ত বকেয়া মেটান’, রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের
৪. ঝাড়খণ্ড: এই তালিকার চার নম্বরে থাকা ঝাড়খন্ড রাজ্যের সাক্ষরতার হার ৬৬.৪১%।
৫. অন্ধ্রপ্রদেশ: দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশে সাক্ষরতার হার ৬৭.০২%।
৬. জম্মু ও কাশ্মীর: ভারতের অন্যতম বিতর্কিত ও স্পর্শকাতর রাজ্য জম্মু ও কাশ্মীর। স্বল্প শিক্ষিত রাজ্যের তালিকায় কেন্দ্রশাসিত এই অঞ্চল রয়েছে ষষ্ঠ স্থানে। এই রাজ্যে সাক্ষরতার হার ৬৭.১৬%।
আরোও পড়ুন : রাজ্যের সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষণ! কত শতাংশ আসন? বিরাট নির্দেশ হাই কোর্টের
৭. উত্তর প্রদেশ: ভারতের সবথেকে জনবহুল এই রাজ্যে সাক্ষরতার হার উল্লেখযোগ্য ভাবে কম। উত্তর প্রদেশে সাক্ষরতার হার ৬৭.৬৮%।
৮. মধ্যপ্রদেশ: এই রাজ্যে সাক্ষরতার হার ৬৯.৩২%।
৯. ছত্তিশগড়: উপজাতি অধ্যুষিত রাজ্য হলেও, সাক্ষরতার দিক থেকে ‘মন্দের ভালো’ জায়গায় রয়েছে ছত্তিশগড়। তালিকার নবম স্থানে থাকা এই রাজ্যে সাক্ষরতার হার ৭০.২৮%।
১০. অসম: উত্তর-পূর্বের এই রাজ্যে সাক্ষরতার হার ৭২.১৯%। তালিকার দশম স্থানে রয়েছে অসম।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য হল কেরল। কেরলের সাক্ষরতার হার সব থেকে বেশি। আর এই তালিকায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ (West Bengal) রয়েছে ২০তম স্থানে।