ইউরোপেও অশনি সঙ্কেত, সিরিয়াল ব্লাস্টে কেঁপে উঠল লিভারপুল! আতঙ্ক শহর জুড়ে

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর ইংল্যান্ডের (United Kingdom) শহর লিভারপুলে (Liverpool) একটি মহিলা হাসপাতালের বাইরে রবিবার এক ভয়ানক বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশের মতে, এই বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে আর একজন গুরুতর আহত হয়েছেন। জঙ্গি হামলা বলেই আশঙ্কা করছে পুলিশ। এই বিস্ফোরণের পর হাসপাতালের দিকে যাওয়া সমস্ত রাস্তা ব্লক করে দেয় পুলিশ। ঘটনাস্থলে তৎক্ষণাৎ বোম্ব স্কোয়াড আর সেনাও পৌঁছে যায়। পাশাপাশি কাউন্টার টেররিজমের টিমও সেখানে পৌঁছায়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সকাল প্রায় ১১টা নাগাদ এই বিস্ফোরণ ঘটেছিল। একটি ট্যাক্সিতে এই বোমা বিস্ফোরণ ঘটে আর কয়েক মিনিটের মধ্যেই হাসপাতালের বাইরে পার্কিংয়ে আগুন লেগে যায়। তবে এটা এখনও জানা যায়নি যে, মৃত ব্যক্তিই ওই গাড়ি নিয়ে এসেছিল? না অন্য কেউ সেখানে গাড়ি পার্ক করে যায়।

তবে, পুলিশের সন্দেহ থাকলেও এখনও এই ঘটনাকে জঙ্গি হামলা বলে ঘোষণা করা হচ্ছে না। কিন্তু তদন্তে জঙ্গি গতিবিধির ছাপ পাওয়া গিয়েছে বলে জানা যায়। আর এই কারণেই কাউন্টার টেরিরজম শাখা এই তদন্তের নেতৃত্বে রয়েছে। গাড়িতে বিস্ফোরণের পর বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়।

attack

প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শুনেছে আর কালো ধুয়োতে গোটা এলাকা ঢেকে গিয়েছিল। যদিও, পুলিশ এখনও পর্যন্ত একটিই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে। কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কমপক্ষে দুটি বিস্ফোরণ ঘটেছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর