বাড়িতে টিকটিকির উপদ্রপ? ফলো করুন এই ৫ টি টিপস, গায়েব হয়ে যাবে সমস্ত টিকটিকি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি টিকটিকি লক্ষ্য করা যায়। টিকটিকি এমন একটি প্রাণী যারা সরাসরি আমাদের কোন ক্ষতি না করলেও,এদের থেকে অনেক ধরনের রোগ ছড়াতে পারে। আবার এমন অনেক মানুষ আছেন যারা টিকটিকি দেখলে ভয় পান। তাছাড়াও কোন খাবারে যদি টিকটিকি মুখ দেয় তাহলে সেটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আজ আমরা আপনাকে এমন কিছু টিপস দেব যার দ্বারা সহজেই আপনি টিকটিকির হাত থেকে মুক্তি পেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক:

১. আপনার বাড়ি থেকে টিকটিকি দূর করতে হলে ঘর, বারান্দা ও দেওয়াল ভালো করে কেরোসিন তেল দিয়ে মুছুন। কেরোসিন তেলের উগ্র গন্ধে টিকটিকির পাশাপাশি অন্যান্য পোকামাকড়ও আপনার বাড়ির গা ঘেঁষতে পারবে না।

২. অনেকেই হয়তো জানেন না ময়ূরের পালক টিকটিকি নাশক হিসেবে ব্যবহার করা যেতে পারে। অনেকে মনে করেন, বাড়ির দেওয়ালে ময়ূরের পালক লাগালে টিকটিকির হাত থেকে মুক্তি পাওয়া যায়। এই বিষয়টি নিয়ে বিজ্ঞানসম্মত কোন যুক্তি না থাকলেও অনেকেরই বিশ্বাস যে ময়ূরের পালকে সত্যিই বাড়ি থেকে টিকটিকি দূর হয়।

৩. আপনি জানলে অবাক হবেন টিকটিকি মোটেও গোলমরিচের গন্ধ সহ্য করতে পারেনা। আপনাদের বাড়িতে যে সকল জায়গায় টিকটিকির উপদ্রব বেশি সেই সব জায়গায় গোলমরিচ গুঁড়ো জলের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন।

৪. রসুনের ঝাঁঝালো গন্ধ টিকটিকি একদম সহ্য করতে পারে না। আপনারা যদি কয়েক কোয়া রসুন জলের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে টিকটিকি দূর হবে।

৫. টিকটিকির হাত থেকে বাঁচার জন্য আপনি কর্পূর ব্যবহার করতে পারেন। ঘরের কোনায় কর্পূর রাখলে তার ঝাঁঝালো গন্ধে টিকটিকি সহ অন্যান্য পোকামাকড়ও দূর হবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X