বাংলাহান্ট ডেস্ক : পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে যে চোখ কপালে ওয়াকিবহাল মহলের তা বলাই বাহুল্য। পাঞ্জাবে এত খারাপ ফল করবে কংগ্রেস তা যেন ভাবতেই পারেনি কেউ। মাত্র ১৮ টি আসন পেয়েছে তারা। অন্যদিকে ৯২ টি আসন পেয়ে সরকার গঠনের দিকে আম আদমি পার্টি। পাঞ্জাবে কার্যতই খেলা ঘুরিয়ে দিয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। আম আদমি পার্টির প্রার্থী একজন ‘সামান্য’ মোবাইল মেকানিকের কাছেই পরাজিত হয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি।
পাঞ্জাবের বার্নালা জেলার ভাদৌর আসন থেকে আম আদমি পার্টির প্রার্থী লাভ সিং উগোকের কাছে গোহারা হেরেছেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। ৩৭৫৫৮ ভোটেই চান্নিকে পরাস্ত করেন লাভ সিং। শুধু ভাদৌর নয়, রূপনগর জেলার চমকৌরতেও লড়ছিলেন চান্নি। সেখানেও আপ প্রার্থীর কাছে আট হাজারেরও বেশি ভোটে হেরেছেন তিনি।
নির্বাচনের ফলাফল প্রকাশের পরই গোটা দেশের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন লাভ সিং। কিন্তু কে এই লাভ সিং? জানা যাচ্ছে মাত্র দ্বাদশ শ্রেণি পাশ এই আম আদমি নেতার মা একটি সরকারি স্কুলে ঝাড়ুদারের কাজ করেন। তাঁর বাবা চাকরি করেন ক্ষেত মজুর হিসেবে। একটি দুকামরার ছোট্ট বাড়িতেই দিন কাটে তাঁদের। লাভ সিং নিজে কাজ করেন একটি মোবাইল দোকানের মেকানিক হিসেবে। প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই কার্যতই ইতিহাস তৈরি করে ফেলেছেন তিনি।
মাত্র কয়েক বছরের রাজনৈতিক জীবন এই আম আদমি পার্টির নেতার। বিধানসভা নির্বাচনের আগে বাস কিংবা মোটর বাইকে করেই এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান লাভ সিং। বিধায়ক হওয়ার আগে তাঁকে দলের ব্লক প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছিল। এবার বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য লড়েই চান্নির মতন হেভিওয়েট নেতা তথা মুখ্যমন্ত্রীকে হারালেন তিনি।
এহেন নেতার প্রশংসায় কার্যতই পঞ্চমুখ অরবিন্দ কেজরিওয়াল। লাভ সিং এর ব্যাপারে প্রভূত প্রশংসা করে তিনি বলেন, ‘মানুষ যে আশার আলো দেখছেন তা আমরা কখনওই নিভতে দেব না। আমি কর্মীদের বলতে চাই, গালির জবাব গালি দিয়ে দিতে হবে না। দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। ভালোবাসার রাজনীতি করতে হবে। সেবার রাজনীতি করতে হবে।’ প্রসঙ্গত, পাঞ্জাব বিধানসভায় ৯২ টি আসনে জিতেছে আম আদমি পার্টির। সেখানে কংগ্রেস পেয়েছে ১৮ টি এবং বিজেপি পেয়েছে ২ টি মাত্র আসন।