বাংলা হান্ট ডেস্কঃ ভিনরাজ্যে কাজের খোঁজে গিয়ে প্রতিনিয়ত হেনস্তা, দুর্ঘটনা ও অনিশ্চয়তার মুখে পড়ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ, ওড়িশার মতো রাজ্যে জীবনের ঝুঁকি নিয়ে দিনমজুরি করছেন হাজার হাজার মানুষ। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে অত্যাচার ও প্রাণহানির অভিযোগে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যজুড়ে। এই অবস্থায় বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা (Loan Scheme For Migrant Workers) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আবেদন জানিয়ে বলে যে, “নিজের জেলাতেই কাজ করুন, স্বনির্ভর হোন।” এবার সেই বার্তাকেই বাস্তবায়িত করতে রাজ্য চালু করল ‘উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প’ (Loan Scheme For Migrant Workers), যা মূলত বাংলার পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers in Bengal) জন্য বিশেষ উদ্যোগ।
সহজ শর্তে ৫০ হাজার টাকার লোন, থাকছে বিশেষ ছাড় (Loan Scheme For Migrant Workers)
এই প্রকল্পের আওতায় প্রত্যেক পরিযায়ী শ্রমিক (Migrant Workers in Bengal) ৫০ হাজার টাকা পর্যন্ত লোন (Loan Scheme For Migrant Workers) পাবেন। শুধু তাই নয়, এই ঋণের উপর থাকবে ১২ হাজার ৫০০ টাকার বিশেষ ছাড়। ফলে সুদের চাপও তুলনামূলক কমবে, এবং শ্রমিকরা সহজ শর্তে ছোট ব্যবসা বা স্বনির্ভর উদ্যোগ শুরু করতে পারবেন। রাজ্য সরকারের দাবি, এই প্রকল্পের লক্ষ্য ভিনরাজ্যে কাজের খোঁজে ঘরছাড়া মানুষদের নিজের জেলাতেই আয়ের সুযোগ করে দেওয়া, যাতে তাঁরা আর নিরাপত্তাহীন অবস্থায় বাইরে যেতে বাধ্য না হন।
পুরুলিয়া জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ডেপুটি ডিরেক্টর আহমেদ আলি শাহ জানিয়েছেন, ইতিমধ্যেই দপ্তরের তরফে পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers in Bengal) সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু হয়েছে। ফোনে জানানো হচ্ছে প্রকল্পের (Loan Scheme For Migrant Workers) শর্ত ও আবেদন প্রক্রিয়া। যাঁরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম রেজিস্ট্রেশন করবেন, তাঁরা লোনের জন্য আবেদন করতে পারবেন। আহমেদ আলি শাহ বলেন, “এই লোনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবেন, যাতে তাঁরা আর ভিনরাজ্যে গিয়ে বিপদের মুখে না পড়েন।”
দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের (Loan Scheme For Migrant Workers) কার্যকরী বাস্তবায়নের জন্য গত সেপ্টেম্বরেই নির্দেশিকা জারি হয়েছে। এর পর জেলা দপ্তরগুলি থেকে প্রকৃত পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers in Bengal) তালিকা সংগ্রহ ও যাচাই-বাছাই শুরু হয়েছে, যাতে কোনও ভুয়ো নাম ঢুকে না পড়ে।

আরও পড়ুনঃ SIR আতঙ্কে জন্ম শংসাপত্রের চাপে পুরসভা, পরিস্থিতি সামলাতে কড়া নির্দেশ মেয়রের
পুরুলিয়ার মতো জেলায়, যেখানে প্রতিবছর বিপুল সংখ্যক শ্রমিক রাজ্যের বাইরে চলে যান, সেখানে এই প্রকল্প (Loan Scheme For Migrant Workers) এখন নতুন আশার আলো দেখাচ্ছে। বহু পরিবার, যাঁদের একমাত্র উপার্জন নির্ভর ছিল ভিনরাজ্যে থাকা সদস্যদের (Migrant Workers in Bengal) উপর, তাঁরা এখন রাজ্যের এই উদ্যোগে আশাবাদী।












