বাংলা হান্ট ডেস্ক: ব্যস্ত সময়ে শহরতলীর লোকাল ট্রেনে (Local Train) ওঠানামা করা ভীষন কষ্টের। বিশেষত প্রবীণরা থাকলে সেই কষ্ট আরও বেড়ে যায়। কোনো ভাবে ট্রেনে উঠে পড়লেও পাওয়া যায় না বসার সিট। যার ফলে গন্তব্যে পৌঁছতে তাঁদের নাভিশ্বাস ফেলার মতন অবস্থা হয়। সিনিয়ার সিটিজেনদের এই সমস্যার বিষয়ে অবগত ছিল রেল কর্তৃপক্ষ ( Indian Railway)। এবার তাই, রেলের তরফ থেকে নয়া উদ্যোগ নেওয়া হল। ভিড় লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের (Senior citizen) যাতে আর অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য থাকবে আলাদা কামরা।

লোকাল ট্রেনে প্রবীণদের জন্য আলাদা কামরা, নতুন উদ্যোগ রেলের (Local Train)
সূত্রের খবর রেলওয়ে বোর্ডের তরফ থেকে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ কামরা আনার পরিকল্পনা করছে। এমনকি সেন্ট্রাল রেলওয়ে প্রথম ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে তৈরি কামরা এনেছে।এই বিশেষ কামরা তৈরি করা হয়েছে,যাতে প্রবীণ নাগরিকেরা ভিড়ে কষ্ট না পেয়ে স্বাচ্ছন্দ্যে ট্রেনে যাতায়াত করতে পারে। আপাতত এই সুবিধা মুম্বাই সার্বার্বান নেটওয়ার্কের লোকাল ট্রেন গুলিতে পাবেন সিনিয়র সিটিজেনরা।
সূত্রের খবর, এই বিষয়ে সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র জানান, “এটাই প্রথম প্রোটোটাইপ। আমরা এই ধরনের আরও পরিবর্তন আনব। সমস্ত বয়সের যাত্রীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, মাটুঙ্গার ওয়ার্কশপে তৈরি করা হয়েছে এই বিশেষ কামরাটি।
আরও পড়ুন: পরীক্ষা দিতে চাইছেন না, এখনও গভীর ট্রমা, কেমন আছেন কসবার নির্যাতিতা?
সিনিয়র সিটিজেনদের জন্য কামরাটিতে থাকছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি নতুন কামরায় রাখা হয়েছে ২-৩ জন করে বসার বেঞ্চ। এমন কি প্রবীণ নাগরিকদের যাতে অসুবিধা না হয় তার জন্য, হ্যান্ডেলগুলিও বেশ অনেকটাই নিচে রাখা হয়েছে। পাশাপাশি দরজার সামনেও ভারসাম্য রাখার জন্য বেশ কিছু হ্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কামরার দুই দরজাতেই থাকবে ইমার্জেন্সি সিঁড়ি। সিনিয়র সিটিজেনদের জন্য এই নতুন পদক্ষেপের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ নাগরিক থেকে প্রবীণরা।