রাতের ট্রেনে চালকরা কি ভাবে রাত্রিযাপন করে? ৯৯.৯৯ শতাংশ মানুষ জানেন না এই গোপন কথা

Published on:

Published on:

Loco pilot and assistant loco pilot communication whole night while other passengers are asleep

বাংলা হান্ট ডেস্ক: রাতের ট্রেন। শিয়ালদহ কিংবা হাওড়া থেকে ট্রেনে উঠে ট্রেন ছাড়ার কিছুক্ষনের মধ্যে ঘুমিয়ে পড়লেন আপনি। কিন্তু কি জানেন, আপনারা যখন নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনে ওঠেন, এবং রাতে ঘুমিয়ে পড়েন। তখন ট্রেনের দু’জন যাত্রী সারা রাত জেগে থাকে। তাঁরা চোখের পাতা এক করলেই ঘটে যেতে পারে সর্বনাশ। আর এই দুইজন যাত্রী হল ট্রেনের চালক (Loco Pilot)।ট্রেনের বাকি অংশ ঘুমিয়ে থাকলেও, চালকের কেবিন মনোযোগ এবং সমন্বয়ের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।

লোকো পাইলটরা কিভাবে ট্রেনে রাত্রিযাপন করে (Loco Pilot)?

যখন ট্রেনের অন্যান্য সদস্যরা ঘুমে আচ্ছন্ন। তখন এই দু’জন গুরুত্বপূর্ণ ক্রু সদস্য লোকো পাইলট (Loco Pilot) এবং সহকারী লোকো পাইলট (Assistant Loco Pilot)। রাতভর তাঁরা নিয়মিত তথ্য আদানপ্রদানের কাজে ব্যস্ত থাকেন। পাশাপাশি, যাত্রীদের নিরাপত্তার জন্য তাঁরা সারা রাত সিগনাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংকেত আদানপ্রদান করে থাকেন।

পাশাপাশি, ট্রেনের এই দুজন গুরুত্বপূর্ণ ক্রু সদস্য লোকো পাইলট ও সহকারী লোকো পাইলট ট্র্যাক বরাবর প্রতিটি সিগন্যালে জোরে জোরে পড়তে হবে এবং নিশ্চিত করতে হবে। একটু বুঝিয়ে বলি, যদি ১০৫০ নম্বর সিগন্যাল সবুজ দেখায়, লোকো পাইলট বলবেন, ‘সিগন্যাল ১০৫০, সবুজ’, এবং সহকারী তাৎক্ষণিকভাবে পুনরাবৃত্তি করবেন। এই ব্যবস্থা মানুষের ভুল রোধ করার জন্য একটি সহজ ও শক্তিশালী পদ্ধতি।

Loco pilot and assistant loco pilot communication whole night while other passengers are asleep

আরও পড়ুন: দল ছাড়ার হুমকি দিতেই মুখ্যমন্ত্রীর নজরে সিদ্দিকুল্লা? পাঁচ মিনিট কথার পরে মন্ত্রী বললেন…

এছাড়াও, ট্রেন (Train) ছাড়ার আগে প্রতিটি লোকো পাইলটকে একটি বিস্তারিত রোড ম্যাপ দেওয়া হয়। যেখানে প্রতিটি স্টেপ, ট্রেনের গতি ও সময় এতে তালিকাভুক্ত থাকে। এই নথিগুলিতে অস্থায়ী নির্দেশাবলী দেওয়া থাকে। যার ফলে ট্রেনের ক্রুদের সঠিক টাইম ও পরিস্থিতি বুঝতে সুবিধা হয়। অতএব, যাত্রীরা যখন তাদের বার্থে ঘুমিয়ে পড়েন। তখন লোকো পাইলট (Loco pilot) সম্পূর্ণ সতর্ক থাকেন। পাশাপাশি রিয়েল টাইমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।