বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বালুরঘাট (Balurghat) থেকে বিক্ষিপ্ত নানান অশান্তির খবর সামনে আসছে। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের পদ্ম প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar BJP) নিজে জানিয়েছেন, মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন হলেও কিছু কিছু জায়গা নিয়ে অভিযোগ রয়েছে।
গঙ্গারামপুর এক বিজেপি (BJP) কর্মীকে মারধর এবং তাঁর মাকে শাসানোর অভিযোগ করেছেন সুকান্ত (Sukanta Majumdar)। সেই সঙ্গেই নাড়ুই বুথে স্থানীয় তৃণমূল নেতা গুণ্ডামি করছেন বলেও দাবি করেছেন। ইটাহারের বেশ কিছু জায়গাতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর মাঝেই তপন বিধানসভা এলাকার এক বুথে বিজেপির মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন মন্তব্য এবং এজেন্টকে মারধরের অভিযোগ এনে ফুঁসে উঠলেন তিনি।
সুকান্তর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী সমর্থকরা বিজেপির এজেন্টকে মারধর করেছে। শুধু তাই নয়, মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্যও করা হয়েছে। সেই অভিযোগ নিয়ে একেবারে সম্মুখসমরে নেমে পড়েন তিনি। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনেই এক ব্যক্তিকে উদ্দেশ্য করে সুকান্ত বলেন, ‘মেয়েদের গালিগালাজ করো…কে বাঁচাবে আমি দেখে নেব’। পাল্টা সেই ব্যক্তি আবার বলেন, ‘হ্যাঁ দেখে নিন’।
আরও পড়ুনঃ ভোটের আগেই জয়! ব্যারাকপুরে বিরাট কাণ্ড ঘটালেন অর্জুন সিং, মহা ফাঁপরে পার্থ ভৌমিক
এরপর সরাসরি এক পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ করে বিজেপি প্রার্থী বলেন, ‘বুথের ১০০ মিটারের মধ্যে এরা ঢুকছে কী করে? মেয়েদের গালিগালাজ করছে!’ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন বিজেপির রাজ্য সভাপতি। ইতিমধ্যেই এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন সুকান্ত। কমিশনের তরফ থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে বলে খবর।
সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘এখানে আমাদের বুথের এজেন্ট জ্যোতি বর্মণের সঙ্গে এরা মারপিট করেছে। সব তৃণমূল কংগ্রেসের গুণ্ডা। সব শেখ শাহজাহানের বাচ্চা!’ এখানেই না থেমে বালুরঘাটের পদ্ম প্রার্থী বলেন, ‘এরা জানেই না যে প্রার্থী চাইলে বুথে ঢুকতে পারে। কিন্তু এরা প্রার্থীকে ঢুকতে দেবে না। পুলিশ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে…কিচ্ছু করছে না’।
এদিকে সুকান্তর অভিযোগের পাল্টা দিয়েছে তৃণমূল শিবির। যে বুথে এতদিন একটা টু শব্দও হয়নি, সেখানে প্রার্থী নিজে এসে কেন উত্তেজনা তৈরি করল প্রশ্ন তোলেন তাঁরা। বিজেপি প্রার্থীর আনা মারধরের অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সেই দাবিও উড়িয়ে দেওয়া হয়। বলা হয়, ‘এমন কোনও ঘটনা ঘটেনি। সাজানো ঘটনা!’