ভোট জিততে নয়া চাল, নির্ঘণ্ট প্রকাশের আগেই ১০০ প্রার্থীর নাম ঘোষণা BJP-র! বাংলায় কে?

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শিয়রে। যদিও নির্ঘন্ট এখনও ঘোষণা হয়নি তবে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক কারবারিদের মতে চলতি বছরের এপ্রিল-মে মাসের দিকেই অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে চলতি মাসেই ১০০ প্রার্থীর তালিকা প্রকাশ করে গেরুয়া শিবির।

সম্প্রতি খবর মিলেছে, যেসব জায়গায় গেরুয়ার দাপট কম সেইসব জায়গায় আগে প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এইসব জায়গায় তুলনামূলক অনেকটাই খারাপ ফল করেছিল বিজেপি। এই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলির।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে রেকর্ড হারে জয় হাসিল করেছিল বিজেপি। ৩৭.৩৬ শতাংশ ভোট শেয়ারের সাথে ৩০৩টি আসন ছিল বিজেপির ঝুলিতে। যেখানে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-র ঝুলিতে গেছিল মোট ৩৫৩টি ভোট। অন্যদিকে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৫২টি এবং UPA এর দখলে ছিল মোট ৯১টি আসন।

আরও পড়ুন: কৃষকদের ঋণের সুদ মকুব থেকে শহিদ সৈনিকদের পরিবারের জন্য ১ কোটি টাকা, ভোটের মুখ মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

এমন পরিস্থিতিতে চলতি বছরের ভোট বৈতরণী পার করার জন্য সবদিক দিয়ে আঁটঘাট বেঁধেই মাঠে নামছে বিজেপি। ভোটের মুখে মোট ১৬০টিরও বেশি আসন চিহ্নিত করেছে গেরুয়া শিবির। সূত্রের খবর, তালিকা তৈরির কাজ প্রায় শেষের দিকে। যদিও এই তালিকায় ঠিক কাদের নাম রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন : ফাঁড়িতে ডেকে গৃহবধূকে যৌন হেনস্থা! কাঠগড়ায় পুলিশ আধিকারিক, চাঞ্চল্য হুগলিতে

narendra modi indpendence day speech

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই তালিকায় নাম থাকতে পারে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর। যদিও সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করা হয়নি। সূত্রের খবর, আগামী ২৯ ফেব্রুয়ারি মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। একই সাথে কেন্দ্রীয় নির্বাচন কমিটির ছাড়পত্রেরও প্রয়োজন রয়েছে। এখন পদ্ম শিবিরের এই সিদ্ধান্ত লাভজনক হয় কী না সেটা সময় বলবে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর