CPM ২৬ TMC ৯! লোকসভা ভোটে বাংলায় লাল ঝড়? প্রকাশ্যে চমকে দেওয়া ওপিনিয়ন পোল

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা ভোট (Lok Sabha Election 2024) আসন্ন। শীঘ্রই ঘোষিত হবে নির্বাচনী নির্ঘণ্ট। তার আগে একাধিক সংবাদমাধ্যম ‘জনতার রায়’ তুলে ধরার চেষ্টা করছে। পিছিয়ে নেই রাজনৈতিক দলের ফ্যান পেজগুলিও। সম্প্রতি এমনই একটি ফ্যান পেজের ওপিনিয়ন পোলের (Opinion Poll) ফলাফল প্রকাশ্যে এসেছে, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে অনেকের! বাংলায় ‘ঠিকভাবে’ নির্বাচন হলে ফলাফল কেমন হতে পারে তা তুলে ধরা হয়েছে সেই সমীক্ষার মাধ্যমে।

সম্প্রতি বামেদের একটি ফ্যান পেজের তরফ থেকে তাদের প্রথম ওপিনিয়ন পোলের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেই ওপিনিয়ন পোল অনুসারে, রাজ্যে যদি ‘ঠিক’ভাবে ভোট হয় তাহলে ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৬টিতেই জয়ী হবে বাম (CPIM)। অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) জিতবে ৯টি আসনে।

পশ্চিমবঙ্গের বিরোধী দল তথা কেন্দ্রের শাসক দল বিজেপি (BJP) এবং কংগ্রেস (Congress) জিতবে যথাক্রমে ৬টি এবং ১টি আসনে। ইতিমধ্যেই বামেদের ফ্যান পেজের করা এই পোস্ট তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘এটা প্যারালাল ইউনিভার্সেও সম্ভব না’। কারোর আবার দাবি, ’৪২-এর মধ্যে ৪৪টা আপনাদের, খুশি থাকুন’। সব মিলিয়ে, সমাজমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এই পোস্ট।

আরও পড়ুনঃ বারবার দুর্ঘটনা! ভাগ্নি মমতাকে বড় পরামর্শ মামার, মানবেন মুখ্যমন্ত্রী?

প্রসঙ্গত, ইতিমধ্যেই চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম। বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিন স্ট্রিট থেকে সাংবাদিক বৈঠক করে আসন্ন লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে সিপিএমের ১৩টি কেন্দ্র এবং শরিকদের ৩টি।

lok sabha election 2024 cpim fan page opinion poll

২০২৪ লোকসভা নির্বাচনে পরিচিত মুখের পাশাপাশি একাধিক নতুন মুখকে টিকিট দিয়ে বামেরা। প্রবীণ রাজনীতিক সুজন চক্রবর্তীকে দমদম, ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যকে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে। তমলুকের মতো হাইভোল্টেজ কেন্দ্রে দলের বাজি তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ এবং শ্রীরামপুর কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে যথাক্রমে সায়রা শাহ হালিম এবং দীপ্সিতা ধরকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর