সুজন থেকে সৃজন, দীপ্সিতা! প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বাম, লিস্টে একাধিক চমক

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শিয়রে। ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপিও দুই দফায় একাধিক কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে। অপেক্ষা ছিল বামেদের। অবশেষে প্রথম দফায় ১৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট (CPIM Candidate List)। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক থেকে প্রার্থীদের নাম প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। এর মধ্যে সিপিএমের ১৩টি কেন্দ্র এবং শরিকদের ৩টি।

চব্বিশের নির্বাচনে দমদম কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রবীণ রাজনীতিক সুজন চক্রবর্তীকে (Sujan Chakraborty)। জল্পনা সত্যি করে যাদবপুর কেন্দ্রের টিকিট পেয়েছেন ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। কলকাতা দক্ষিণে বামেদের বাজি সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। অপরদিকে ‘অধিকারী গড়’ তমলুকে তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের (Sayan Banerjee) ওপর আস্থা রেখেছে দল।

শ্রীরামপুর কেন্দ্র থেকে দীপ্সিতা ধর (Dipsita Dhar), আসানসোল কেন্দ্রে জাহানারা খান এবং হুগলি কেন্দ্র থেকে মনোদীপ ঘোষকে দাঁড় করানো হয়েছে। কৃষ্ণনগর এবং হাওড়া কেন্দ্রে বামেদের বাজি যথাক্রমে এস এম সাদি এবং সব্যসাচী চট্টোপাধ্যায়। বর্ধমান পূর্ব থেকে দাঁড়িয়েছেন নীরব খাঁ এবং জলপাইগুড়ি থেকে প্রার্থী হয়েছেন দেবরাজ বর্মণ। বাঁকুড়ায় বামেরা আস্থা রেখেছে আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তের ওপর। বিষ্ণুপুর কেন্দ্র থেকে লড়বেন শীতল কৈবর্ত। এছাড়া বালুরঘাট কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন আরএসপির জয়দেব সিদ্ধান্ত। মেদিনীপুর এবং কোচবিহার কেন্দ্রের প্রার্থী যথাক্রমে সিপিআইয়ের বিপ্লব ভট্ট এবং ফরওয়ার্ড ব্লকের নীতিশচন্দ্র রায়।

আরও পড়ুনঃ রাজনীতির ময়দানে পা, বদলে যাচ্ছে ‘দিদি নম্বর ওয়ানে’র মুখ? নিজেই জানালেন রচনা

জানা যাচ্ছে, বেশ কয়েকটি কেন্দ্র নিয়ে সিপিএমের অন্দরে দীর্ঘ আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল দমদম। সূত্রের খবর, এক চিকিৎসককে এই কেন্দ্র থেকে দাঁড় করাতে চেয়েছিল দল। তবে তাঁর স্ত্রী বেঁকে বসার কারণে তিনি দাঁড়াতে চাননি। উত্তর ২৪ পরগণা থেকে আর তেমন কোনও উল্লেখযোগ্য মুখ না পাওয়ায় দলের রাজ্য সম্পাদকমণ্ডলী তথা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে সেখান থেকে দাঁড় করানো হয়।

শোনা যাচ্ছে, সিপিএমের একাংশ চেয়েছিল সুজন চক্রবর্তীকে যাদবপুর থেকে দাঁড় করান হোক। তিনি এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ। তবে অনেকে আবার তরুণ নেতা সৃজন ভট্টাচার্যের স্বপক্ষে মত দেন। রাজ্য কমিটির সভায় সুজনও নাকি যাদবপুরের জন্য সৃজনের নাম প্রস্তাব করেন। শেষ অবধি সৃজনকেই যাদবপুর কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়। বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় যে ১৬ জনের নাম রয়েছে, তাঁদের মধ্যে ১৪জনই নতুন মুখ। কয়েকজন আবার গত বিধানসভা ভোটে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। সৃজন সিঙ্গুর এবং দীপ্সিতা বালি থেকে পরাজিত হন।

biman bose annouced cpim candidate list

এছাড়া শোনা যাচ্ছে, বাঁকুড়া কেন্দ্রে কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রের নাম প্রথম ভাবা হয়েছিল। তবে তিনি রাজি না হওয়ায় নীলাঞ্জনকে টিকিট দেওয়া হয়। অপরদিকে দক্ষিণ কলকাতা আসনের জন্য নাকি বেশি চর্চা করতে হয়নি। বালিগঞ্জ উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা সায়রা শাহ হালিমের ওপরেই আস্থা রাখে দল। একুশের বিধানসভা ভোটেও তাৎপর্যপূর্ণ ফলাফল করেছিলেন তিনি।

এদিকে সিপিএমের সঙ্গে কথা চলাকালীনই আজ আটটি আসনে লড়ার কথা ঘোষণা করেছে আইএসএফ। এর মধ্যে যাদবপুরের নামও রয়েছে। তবে তাঁরা জানান, আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে এই কেন্দ্র থেকে দাঁড় করানো হলে তারা তাদের দাবি থেকে সরে আসবে। তবে বিমান বসু স্পষ্ট জানান, যাদবপুর থেকে সৃজনই দাঁড়াচ্ছেন। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে আলোচনার বিষয়টিও জিইয়ে রাখেন তিনি। বিমান বলেন, মহম্মদ সেলিম কথা বলছেন। এখনও চূড়ান্ত জায়গায় যায়নি। আগামী শনিবার ফের বামফ্রন্টের বৈঠক আছে বলে জানান চেয়ারম্যান বিমান বসু।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর