বিপাকে দেবাংশু! নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ BJP প্রার্থী রেখা

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে (Rekha Patra) আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) টিকিট দিয়েছে বিজেপি। বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে তাঁকে। তবে এবার সেই রেখাই তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ দায়ের করলেন। তমলুকের জোড়াফুল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনী প্রচারে গোপনীয়তার অধিকার ভঙ্গ করেছেন তিনি । মহিলা কমিশনের পাশাপাশি তফশিলি জাতি ও উপজাতি কমিশনেও গিয়েছেন রেখা।

চব্বিশের লোকসভা নির্বাচনে যারা টিকিট পেয়েছেন তাঁরা প্রত্যেকেই বর্তমানে প্রচার নিয়ে ব্যস্ত। বহুদিন আগেই প্রচার শুরু করে দিয়েছেন দেবাংশু। বৃহস্পতিবার থেকে ময়দানে নেমে পড়েন রেখা। এখন প্রশ্ন হল, তৃণমূল (TMC) প্রার্থী কী এমন করেছেন যে তাঁর বিরুদ্ধে মহিলা কমিশনে যেতে হল বসিরহাটের বিজেপি (BJP) প্রার্থীকে?

   

আসলে সম্প্রতি দেবাংশু সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ বিজেপি প্রার্থী রেখা পাত্রও পেয়েছেন… তাঁর স্বাস্থ্য সাথী কার্ডের তথ্য রইল’। ২০২১ সালের আগস্ট মাসে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন সন্দেশখালির রেখা, দাবি এমনটাই।

আরও পড়ুনঃ ৫৫০ তৃণমূল নেতা-নেত্রীর নির্মাণ সংস্থার সঙ্গে বেআইনি লেনদেন! কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে কারা?

বিষয়টি নজর এড়ায়নি বসিরহাটের বিজেপি প্রার্থীর। রেখার আইনজীবী তৃণমূলের দেবাংশুর বিরুদ্ধে মহিলা কমিশন (National Commission for Women) এবং তফশিলি জাতি ও উপজাতি কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। গোপনীয়তার অধিকার ভঙ্গের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে!

এদিকে গত বুধবার সন্দেশখালির একটি সভায় যোগদান করে অসুস্থ হয়ে পড়েন রেখা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপি প্রার্থীর পরিবার সূত্রে খবর, ডিহাইড্রেশনের কারণেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসকরা বেশ কিছু রক্ত পরীক্ষা করেন, এরপর তাঁকে স্যালাইন দেওয়া হয় বলে খবর।

debangshu bhattacharya rekha patra

বসিরহাটের বিধায়ক সুকুমার মাহাতো বিজেপি প্রার্থীর অসুস্থতা প্রসঙ্গে বলেন, ‘শুনলাম রেখা পাত্র অসুস্থ হয়ে পড়েছে। উনি বিরোধী দলের অংশ হলেও মাননীয়া মুখ্যমন্ত্রীর তৈরি স্বাস্থ্যসাথী কার্ড তাঁর রয়েছে। প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারও পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল প্রকল্প বিজেপি প্রার্থী রেখা পাত্র পান। আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পাওয়ার পরেও যদি বিরোধিতা করেন, তাহলে ভেবে দেখার কথা বলব’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর