তৃণমূল, বিজেপি নয়! সিপিএমকে গো হারান হারাল সঙ্গী কংগ্রেসই, কেরলে হয়ে গেল খেলা

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লির কুর্সিতে বসবে কে? আর কয়েক ঘণ্টার মধ্যেই মিলবে সেই উত্তর। বর্তমানে দেশের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৪২টি আসনে জোরকদমে ভোটগণনা (Lok Sabha Election Result 2024) চলছে। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। গোটা দেশেই NDA-কে জোর টক্কর দিচ্ছে INDIA জোট। তবে কেরলে দেখা গেল, INDIA জোটের সঙ্গে বামকেই হারিয়ে দিল কংগ্রেস!

ভোটগণনার শুরু থেকেই কেরালা (Kerala) থেকে একাধিক চমকপ্রদ খবর আসছে। কিছুক্ষণ আগেই জানা গিয়েছিল, এখানে দু’টি কেন্দ্রে একটি রয়েছে BJP। তা দেখে অনেকেই ভেবেছিলেন, কেরলে হয়তো প্রথমবারের জন্য খাতা খুলতে চলেছে গেরুয়া শিবির। তবে সাম্প্রতিক ট্রেন্ড বলছে, এর মধ্যে একটি আসনে এখন পিছিয়ে পড়েছে BJP। উল্টে তরতর করে এগিয়ে যাচ্ছে কংগ্রেস (Congress)।

দেশের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ২০টি আসন কেরলের। নির্বাচন কমিশনের তরফ থেকে পাওয়া লেটেস্ট আপডেট বলছে, এই ২০টি আসনের মধ্যে বর্তমানে ১৪টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। BJP এগিয়ে রয়েছে একটিতে। সমসংখ্যক আসনেই এগিয়ে রয়েছে বাম (CPIM)।

আরও পড়ুনঃ ‘শাহি’ ঝড়ে উড়ে গেল প্রতিপক্ষ! গান্ধীনগরে ‘পাহাড়সম’ ব্যবধানে জয়ী মোদীর ‘ডানহাত’ অমিত

কংগ্রেস এবং বাম, জাতীয় স্তরে দুই দলই INDIA জোটের অংশ। তবে কেরালায় দেখা যাচ্ছে, জোটসঙ্গী কংগ্রেসের দাপটেই ধরাশায়ী হয়ে গিয়েছে বাম শিবির। তবে শুধুমাত্র এই একটি রাজ্য নয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার ক্ষেত্রেও তেমন কোনও চমক দেখাতে পারেনি বামেরা।

এদিকে ভোটের শুরু থেকেই বামেদের তরফ থেকে বলা হচ্ছিল, চব্বিশের ভোটে পুনরুত্থান হতে চলেছে তাদের। বাংলাতেও ভালো ফলের কথা শোনা গিয়েছিল। তবে গণনা শুরু হতেই দেখা গেল সব ওলটপালট হয়ে গেল। পশ্চিমবঙ্গ, কেরল, ত্রিপুরা, সব রাজ্যেই ধরাশায়ী অবস্থা বামেদের।

Lok Sabha Election result 2024 Kerala Congress

স্বাভাবিকভাবেই এই ট্রেন্ড দেখে নানান রকম প্রশ্ন দেখা দিয়ে শুরু করেছে। তাহলে কি স্রেফ সমাজমাধ্যমেই সক্রিয় বাম শিবির? জনসংযোগে সেই খামতি থেকেই যাচ্ছে? দেশবাসী কি এখনও বিকল্প শক্তি হিসেবে বামেদের কল্পনা করতে পারছে না? সম্পূর্ণ ফলপ্রকাশের পর মিলবে সকল উত্তর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর