২৬ তারিখ ঘুরবে ‘খেলা’? স্পিকার নির্বাচনে কাকে সাপোর্ট নীতিশ-চন্দ্রবাবুর? INDIA-র প্ল্যান চমকে দেবে!

   

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য গঠিত হয়েছে মোদী ৩.০ সরকার। এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে NDA-এর শরিক দলগুলির সঙ্গে মিলিজুলি সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৬ জুন লোকসভার প্রথম অধিবেশন বসতে চলেছে। আর সেদিনই প্রথম পরীক্ষা মোদী ৩.০ সরকারের। স্পিকার নির্বাচন (Lok Sabha Speaker)। কে হবেন পরবর্তী স্পিকার? আপাতত এই নিয়ে চলছে জল্পনা কল্পনা।

প্রথমে শোনা গিয়েছিল, স্পিকার নির্বাচন নিয়ে NDA শিবিরের অন্দরে বেশ তৎপরতা চলছে। কানাঘুষো শোনা গিয়েছিল, BJP-র কাছে স্পিকার পদ চাইতে পারে TDP। নীতিশ কুমারের দল তাঁদের সমর্থন করতে পারে বলেও শোনা যায়। তবে এখন NDA সূত্রে জানা যাচ্ছে, স্পিকার পদের দাবি থেকে পিছিয়ে এসেছে TDP। BJP সর্বসম্মতভাবে কাউকে প্রার্থী করতে চাইলে তাঁকে সমর্থন করা আপত্তি নেই তাদের। অন্যদিকে JDU-ও খানিকটা সুর নরম করেছে বলে খবর।

এদিকে আবার INDIA জোট স্পিকার নির্বাচন নিয়ে রণকৌশল তৈরি করতে শুরু করেছে বলে খবর। বিনা লড়াইয়ে BJP-র হাতে স্পিকার পদ তুলে দিতে নারাজ বিরোধী শিবির। জানা যাচ্ছে, NDA জোটের শরিক দল TDP অথবা JDU-এর কাউকে লোকসভার অধ্যক্ষ পদে বসানো হলে তাহলেই INDIA জোটের তরফ থেকে তাঁকে সমর্থন করা হতে পারে।

আরও পড়ুনঃ কয়েক হাজার কোটি টাকা নয়ছয়! মিড ডে মিল দুর্নীতির দিকে নজর সুকান্তর, চাপে রাজ্য?

তবে পদ্ম শিবির যদি শরিক দলগুলির মধ্যে কাউকে না দিয়ে, এই পদেও নিজেদের দলের কাউকে দাঁড় করায়, তাহলে INDIA জোটের তরফ থেকে পাল্টা প্রার্থী দেওয়া হতে পারে বলে খবর। একইসঙ্গে সহ অধ্যক্ষ পদেও বিরোধীদের নজর রয়েছে বলে খবর।

Narendra Modi Nitish Kumar Chandrababu Naidu

গত দু’বার এই পদটি ফাঁকা থাকলেও, এবার এই আসনে যাতে INDIA জোটের কোনও সাংসদ বসতে পারেন, সেই নিয়ে সরকারের ওপর চাপ তৈরি করার প্ল্যান করছে বিরোধী শিবির। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সরকারের তরফ থেকে যদি এই পদটি ছাড়া হয়, তাহলে অধ্যক্ষ পদে প্রার্থী নাও দিতে পারে INDIA। যদি এমনটা না হয় তাহলে স্পিকার পদের লড়াইয়ে নেমে পড়বে বিরোধীরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর