বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা ভোট (Loksabha Vote)। আসন্ন নির্বাচনের পারদ ক্রমশই চড়ছে। মোদী না বিরোধী? এই প্রশ্নেই সরগরম রাজনীতি। যদিও সব ঠিকঠাক চললে এবার লোকসভায় অবশ্য লড়াই হবে এনডিএ ভার্সাস ইন্ডিয়া। কারণ মোদীকে হারতে বিরোধীরা গঠন করেছে ‘ইন্ডিয়া’ জোট। আর সেই নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপান উতর। ভোটের বাদ্যি এখনও না বাজলেও বর্তমানে নিজেরদের রণকৌশল স্থির করতে ব্যস্ত সকলের দল।
‘ইন্ডিয়া’, এই I. N. D. I. A জোটের অন্যতম জনপ্রিয় মুখ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্য তথা দেশ জুড়ে তার জনপ্রিয়তা তুঙ্গে। তবে এই আবহেই বেশ কিছু জনমত সমীক্ষার (Opinion Polls) ফলাফল উঠে এসেছে আমাদের হাতে। আর যেই তথ্য জানলে আপনারাও অবাক হবেন বইকি।
কিসের ওপর এই সমীক্ষা? এই সমীক্ষা করা হয়েছিল দেশের সর্বাধিক জনপ্রিয়তা কোন মুখ্যমন্ত্রীর রয়েছে তার ওপর। আবার জনপ্রিয়তার নিরিখে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কত নম্বরে তার হিসেব দেবে এই ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের জনমত সমীক্ষা। আর যার ফলাফল দেখলে চোখ কপালে উঠবে আপনারও।
২৪ এ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও মুখ্যমন্ত্রী হিসেবে তাকে কত শতাংশ মানুষ পছন্দ করে জানেন? ৩০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিরিখে তার জনপ্রিয়তার হিসেব আপনাকে চমকে দেবে। ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তালিকায় নামই নেই মমতার।
আরও পড়ুন: এই প্রথম জীবনকৃষ্ণ সাহার মুখে হেভিওয়েট নাম! প্রিজন ভ্যান থেকেই বললেন, টাকা নিয়েছে…
রইল গোটা সমীক্ষার হিসেব: জনপ্রিয়তার নিরিখে সর্বপ্রথম যেই নাম উঠে আসছে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Chief Minister of Uttar Pradesh)। সমীক্ষায় ৪৩% শতাংশ মানুষের মতে মুখ্যমন্ত্রী হিসেবে তিনিই এক নম্বর।
এরপরই যার নাম রয়েছে তিনি হলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার জনপ্রিয়তাও কিন্তু বেশ অনেকটাই। শতাংশের হিসেবে ১৯.১%।
এরপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তৃতীয় স্থানে। তিনি সমর্থন পেয়েছেন ৮.৮ শতাংশ মানুষের।
এরপর চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ুর এম কে স্ট্যালিন। ৫.৬ % মানুষের পছন্দ তিনি। পঞ্চম স্থানে রয়েছে ওড়িশার নবীন পট্টনায়ক। তিনি সমর্থন পেয়েছেন ৩ শতাংশ মানুষের। তবে এ তো গেল দেশের মানুষের পছন্দের নিরিখে শতাংশের হিসেব। এর পরের তথ্য আরও অবাক করা।
যেখানে পছন্দের মুখ্যমন্ত্রী হিসেবে দেশের মধ্যে ৮.৮ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন মমতা, সেখানে রাজ্যের চিত্রটা কিন্তু একেবারেই ভিন্ন। এ রাজ্যের মানুষের কাছে কতটা জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়, জানেন? ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের জনমত সমীক্ষার হিসেব অনুযায়ী দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।
রাজ্যের মানুষের পছন্দের নিরিখে সর্বপ্রথম নাম ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশার সাধারণ জনতার মতে তাদের সকল সমস্যা দূর করতে, চাহিদা মেটাতে তিনিই সেরা। তার জনপ্রিয়তা ৬১.৩ শতাংশ।
আরও পড়ুন: আবহাওয়ায় শনির দশা! আজও এই ১১ জেলায় ঝেঁপে ঝড়-বৃষ্টি, কোথায় কোথায় সতর্কতা?
এরপর ছত্রিশগড়ের ভূপেশ বাঘেল। তার জনপ্রিয়তা ৫৯.১%। তৃতীয় স্থানে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল। তার জনপ্রিয়তা ৫৮.৭ %। এরপর রয়েছেন গুজরাটের ভূপেন্দ্রভাই পটেল। জনপ্রিয়তার নিরিখে তিনি পাচ্ছেন ৫৩.৩%। আর পঞ্চম স্থানে অসমের হিমন্ত বিশ্বশর্মা। তার জনপ্রিয়তা ৪৯.২%। তাহলে গিয়ে দাঁড়াচ্ছে রাজ্যের মানুষের মত অনুসারে প্রথম পাঁচ এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই নেই। অর্থাৎ দেশের চেয়ে নিজের রাজ্যের মানুষের কাছেই তার জনপ্রিয়তা কম।