এক যাত্রায় পৃথক ফল অভিষেকের! তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্বে কল্যাণের সাথে নাম জুড়লো সুদীপ-সৌগতের

বাংলা হান্ট ডেস্ক: দিনে দিনে বাড়ছে তৃণমূলের (TMC) নবীন-প্রবীণ দ্বন্দ্ব। রাত পোহালেই শেষ দফার ভোট। আর তার আগেই বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় শেষ হয়েছে ভোটের প্রচার পর্ব। আগামীকাল সপ্তম দফায় রাজ্যের নটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। যার মধ্যে তৃণমূলের যুব সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerje) ডায়মন্ডহারবার কেন্দ্র ছাড়াও রয়েছে দলের দুই প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) উত্তর কলকাতা এবং সৌগত রায়ের (Sougata Roy) দমদম কেন্দ্র।

কিন্তু এবারের নির্বাচনের প্রচারে দলের এই দুই প্রবীণ নেতার কেন্দ্রে কোন জনসভা কিংবা রোড শো’ই  হল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  যার ফলে আরও একবার মাথাচারা দিয়েছে তৃণমূলের অন্দরের নবীন-প্রবীণ দ্বন্দ্ব। ইতিপূর্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরেও কোন প্রচারের অংশ নেননি অভিষেক।

তারপরেই এবার যোগ হলো সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের নামও। তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের পর দমদম এবং উত্তর কলকাতার প্রচারেও অভিষেক অংশ না নেওয়ায় শুক্রবার সকালে তৃণমূলের এক প্রথম সারির নেতা জানিয়েছেন, ‘অনেক কষ্ট করেও বিষয়টিকে আর সাধারণ ঘটনা বলে ভাবা যাচ্ছে না’।

যদিও খানিকটা শাক  দিয়ে মাছ ঢাকার মতোই এই বিষয়ে দমদমের তৃণমূল প্রার্থী তথা বর্ষীয়ান নেতা সৌগত রায় বলেছেন গোটা ঘটনাটা নাকি সংবাদ মাধ্যমের তৈরি। সেইসাথে তিনি বুঝে জানিয়েছেন অভিষেকের সঙ্গে তার নাকি ফোনে কথা হয়েছে। নিজের কেন্দ্রে প্রচারে ব্যস্ত থাকার কারণেই নাকি অভিষেক এদিন দমদমে আসতে পারবেন না বলে জানিয়েছেন। সেই সাথে সৌগত রায় জানিয়েছেন অভিষেক নিজে আসতে না পারলেও সৌগত রায়কে নাকি তিনি  বলেছেন,’আপনি তো জিতবেনই’।

আরও পড়ুন: এত বেশি! সুজন চক্রবর্তীর স্ত্রী’র সম্পত্তিই শুধু ৯২ লক্ষ টাকা, বাম নেতার আয় কত?

কিন্তু নিজের কেন্দ্রে প্রচারের পাশাপাশি বৃহস্পতিবার অভিষেক বসিরহাটের হাজি নুরুল ইসলামের সমর্থনে বাদুড়িয়ায় সভা করার পাশাপাশি গিয়েছিলেন বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের রোড শো’তেও। তাই এদিন অভিষেকের এক যাত্রায় পৃথক ফল হওয়ায় বিষয়টি আরো বেশি করে নজরে পড়ছে সকলের।

Diamond Harbour TMC candidate Abhishek Banerjee challenges opposition

তাছাড়া কিছুদিন আগেই প্রকাশ্যে রাজনীতিতে অবসর গ্রহণের বয়স নির্দিষ্ট করার পক্ষে সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেবার যুবরাজের সেই মন্তব্যের বিরুদ্ধেই স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘মনের বয়সটাই নাকি আসল’। সে কথা বলতে গিয়েই তৃণমূল সুপ্রিমো  উদাহরণ দিয়েছিলেন সৌগত রায়ের।

তাই নেত্রীর বলা সেই কথা ধার করেই সৌগত রায়-ও বলেছিলেন, ‘মমতাই তো বলেছেন মনের বয়সটাই আসল।’ এছাড়াও উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারেও সেইভাবে অভিষেকের ছবি ব্যবহৃত হয়নি। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিগত কয়েকদিনে একগুচ্ছ কর্মসূচি করেছেন তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর