কলকাতার মনোরম দৃশ্য দেখে লন্ডনেরও মাথা হেঁট হবে, বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই রয়েছে কলকাতা পুরভোট। তার আগেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। শনিবার এই নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা।

এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনের প্রসঙ্গে বলেন, ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে চলবে না। আগামী কটা দিন মাটি কামড়ে পড়ে থেকে মানুষের ঘরে ঘরে দলের কথা, ইস্তেহারের কথা পৌঁছে দিতে হবে। বিধানসভা ভোটের পর বিজয়োৎসব করা হয়নি। তবে পুরভোটের পর তা কিভাবে করব, তা নিয়ে ভাবা হচ্ছে’।

   

তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, ‘মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময় মনে হয়, একদিন কলকাতার এই নয়নাভিরাম দৃশ্য দেখে লন্ডনবাসী বলবে এটা লন্ডনের থেকেও অনেক বেশি ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকেই রাজ্যের অনেক উন্নতি হয়েছে, বিশেষত কলকাতার সৌন্দার্যায়নে জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাস্তার ধারে শিল্পকলা, আলো, সবুজায়ন- সবকিছুতেই উন্নতি করা হয়েছে’।

বিরোধীরা রাজ্য সরকারের সমালোচনা করে এপ্রসঙ্গ তুলে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্য সরকারের কাজ নিয়ে বিরোধীরাও অনেক সমালোচনা করেছে। সিপিএম, কংগ্রেস, বিজেপির নেতারা অভিযোগ করেছিলেন, নীল-সাদা রঙ কাজের টেন্ডার কারা পাচ্ছেন, কোন সংস্থা থেকে আসছে- এসব নিয়ে অনেক প্রশ্ন করেছিল। তাঁদের কথা ছিল, দেখনদারি কাজ করছে তৃণমূল, কাটমানি রয়েছে এর মধ্যে। মৌলিক পরিকাঠামো উন্নয়ন করা হয়নি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর