দীর্ঘ ৮ ঘন্টা স্তব্ধ পরিষেবা Facebook, Whats app, Instagram-এ, মিমের জোয়ারে ভাসল ট্যুইটার

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে থমকে যায় হোয়্যাটসঅ্যাপ (whatsapp), ফেসবুক (facebook) এবং ইনস্টাগ্রাম (instagram)। দীর্ঘ ৮ ঘন্টা ধরে বন্ধ ছিল সামাজিক যোগযোগ মাধ্যম অর্থাৎ স্যোশাল মিডিয়ার এই সকল বহুল ব্যবহৃত অ্যাপ। যার ফলে সংকটের মুখে পড়ে গোটা বিশ্ব। বন্ধ হয়ে যায় সামাজিক আদানপ্রদান।

ভারতীয় সময় সোমবার রাত ৯ টা নাগাদ বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ হয়ে যায় হোয়্যাটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পরিষেবা। যার ফলে সমস্যার মুখে পড়েন কোটি কোটি বিশ্ববাসী। অনেক চেষ্টা করেও এভাবে স্তব্ধ হয়ে যাওয়ার কারণ খুঁজতে অপারক ছিল কর্তৃপক্ষ। অন্যদিকে হোয়্যাটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থমকে গেলেও, নিজের গতিতেই এগিয়ে চলছিল টেলিগ্রাম এবং ট্যুইটার। আর সেখানেই নিজেদের ক্ষোভ উগরে দিতে থাকেন ব্যবহারকারীরা।

একে তো ঘোর বিপদে পড়েছে হোয়্যাটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। গ্রাহকদের ঠিক মত পরিষেবা দিতে না পারায় তাঁরা ক্ষমপ্রার্থীও হয়েছিলেন। কিন্তু অন্যদিকে এই বিষয়কে নিয়েই স্যোশাল মিডিয়ায় শুরু হয় ট্রোলের বন্যা, তৈরি হয় একের পর এক হাস্যকর মিম।

যেখানে মিম ব্যাবহারকারীরা বোঝাতে চেয়েছেন ঠিক কি কারণে এবার থমকে গেল হোয়্যাটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আবার এমন মিমও তৈরি হয়েছে, যেখানে দেখানো হয়েছে হোয়্যাটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যাওয়ার পর, ঠিক কতোটা আনন্দে রয়েছে টেলিগ্রাম এবং ট্যুইটার।

আসুন দেখে নেওয়া যাক, সেরকমই বেশ কিছু হাস্যকর মিম-

https://twitter.com/__dhruv_jain/status/1445069783146254336?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1445069783146254336%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Flifestyle%2Fwhatsapp-facebook-instagram-down-twitter-engages-in-hilarious-meme-thread_407539.html

https://twitter.com/Mehdi32465606/status/1445073832058834945?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1445073832058834945%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Flifestyle%2Fwhatsapp-facebook-instagram-down-twitter-engages-in-hilarious-meme-thread_407539.html

https://twitter.com/sniper_7779/status/1445074240110317569?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1445074240110317569%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Flifestyle%2Fwhatsapp-facebook-instagram-down-twitter-engages-in-hilarious-meme-thread_407539.html

https://twitter.com/Krishnag2001/status/1445077568386842624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1445077568386842624%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Flifestyle%2Fwhatsapp-facebook-instagram-down-twitter-engages-in-hilarious-meme-thread_407539.html

Smita Hari

সম্পর্কিত খবর