বাংলা হান্ট ডেস্ক : ফের অশান্তির কেন্দ্রবিন্দুতে কলেজ। স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে এবার বড় বিতর্কে জড়াল কলকাতার (Kolkata) বিখ্যাত লরেটো কলেজ (Loreto College)। কলেজ কর্তৃপক্ষের দাবি, ভর্তির জন্য বাংলা নয়, ইংরাজি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করলে তবেই আবেদন করা যাবে! কিন্তু হঠাৎই কেন ইংরাজিকে প্রাধান্য? প্রশ্ন উঠেছে তা নিয়েই।
কলেজের বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে কেন ইংরেজিকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? অবশ্য এমন বিবৃতি দেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের (Loreto College Admission Controversy) ঝড় বইতে শুরু হয়েছে। বঙ্গসমাজ, নেটপাড়া থেকে শুরু করে ‘বাংলা পক্ষ’ (Bangla Pokkho), সবাই লরেটো কলেজের এমন দাবির বিরুদ্ধে সরব হয়েছে।
লরেটো কলেজের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা নয় বরং ইংরেজি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করলে তবেই ভর্তির আবেদন করা যাবে। সোশাল মিডিয়ায় এনিয়ে নিন্দার ঝড় তুলেছেন অনেকে। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন লরেটো কলেজে কেন বাংলা ব্রাত্য?
এহেন বিজ্ঞপ্তি দেওয়ায় চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছে কলেজের কর্তৃপক্ষ। এমন বিজ্ঞপ্তি কেন দেওয়া হল সেই বিষয়েও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের বিবৃতিতে লেখা হয়েছে, ‘লরেটো কলেজের পড়াশোনার মাধ্যম হল শুধুমাত্র ইংরেজি। পরীক্ষায় শুধুমাত্র ইংরেজিতে উত্তর দিতে হবে। আঞ্চলিক বাংলা এবং হিন্দি ছাড়া অন্য সব বিষয়ের জন্য আমাদের স্বনামধন্য ওপেন শেলফ লাইব্রেরিতে শুধুমাত্র ইংরেজি ভাষায় সহায়িকা বই, পাঠ্যবই এবং জার্নাল আছে। আমাদের পরামর্শ, যে পড়ুয়ারা আঞ্চলিক ভাষার স্কুলে পড়াশোনা করেছে, তাঁরা যেন এমন প্রতিষ্ঠানে আবেদন করেন, যেখানে পড়াশোনার মাধ্যম হল ইংরেজি। সেই সব পড়ুয়াদের অ্যাডমিশনের জন্য বিবেচনা করা হয়নি, দ্বাদশ শ্রেণিতে যাদের পড়াশোনার মাধ্যম আঞ্চলিক ভাষায় ছিল।’
এই বিষয়টি নিয়ে ‘বাংলা পক্ষ’-এর নেতা গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee) বলেন, ‘ধিক্কার! ক্ষোভে ফেটে পড় বাঙালি। কলকাতার লরেটো কলেজ বলছে, স্কুলে ইংরেজি মাধ্যমে যারা পড়েনি অর্থাৎ প্রকারান্তরে বাস্তবে দিল্লি বোর্ডে যারা পড়েনি, বাংলা মাধ্যমে যারা পড়েছে অর্থাৎ প্রকারান্তরে বাস্তবে যারা পশ্চিমবঙ্গ বোর্ডে পড়েছে, তাদের এখানে ভর্তি হওয়া নিষিদ্ধ। বাংলা ও বাঙালির শত্রু লরেটো একটি জাতি-বিদ্বেষী সংস্থা। কলকাতা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা দফতরকে এই বিদেশী সংস্থার অনুমোদন প্রত্যাহার করতে হবে। বাংলা পক্ষ ও বাংলা ছাত্র পক্ষ আসরে নামছে। জয় বাংলা।’
কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) রেজিস্ট্রার দেবাশিস দাস বলেন, ‘কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নিয়ম এমন কিছুই নেই। এই ঘটনা কেন ঘটেছে সেটা এখনই বলতে পারছি না। লরেটো কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে।’