১৫০ টাকাতেই লক্ষ্মীলাভ! কোটি টাকার লটারি জিতে পুলিশের দ্বারস্থ ফারাক্কার দুই বন্ধু

বাংলাহান্ট ডেস্ক : লটারি (Lottery)। তিন অক্ষরের একটা শব্দ। আর এই শব্দের জোরেই রাতারাতি কেউ হয়ে ওঠেন কোটিপতি আবার এক রাতের মধ্যে কারোর হয়ে যায় ভিখিরির দশা। পেশায় দিনমজুর লালচাঁন ও সায়ব অবশ্য প্রথম তালিকাতেই পড়ে। ১৫০ টাকার লটারিতেই এক কোটি এক লক্ষ টাকা জিতে মালামাল হয়ে গেলেন ফারাক্কার এই দুই যুবক। এবার সেই বিপুল ধন সম্পদকে বাঁচাতে দুই বন্ধু সটান হাজির হলেন ফারাক্কা (Farakka) থানায়।

জানা গিয়েছে, যে ভাগ্যের খেলা নিয়েই আলিনগরের লালচাঁন ও সায়ব ব্যবসা শুরু করেছিলেন সেই ভাগ্যের খেলাই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তারা একসঙ্গে কপাল খুলে দিল। আলিনগর এলাকায় একটি লটারি টেবিলে ১৫০ টাকা দিয়ে ২৫ সেম লটারি কাটেন দুই বন্ধু। আর তাতেই কপালে জোটে লটারির ফার্স্ট প্রাইজ। তারা পেশায় দিনমজুর হলেও লটারির টিকিট কাটা ছিল তাদের খুব প্রিয় নেশা।

   

স্থানীয়রা জানান, দিনমজুরের কাজ করে যত টাকা রোজগার করতেন, তার প্রায় সবটাই তারা লটারির টিকিট কেটে শেষ করে দিতেন। তাই এবার এলাকার বাসিন্দারা আর লটারির টিকিট না কাটার পরামর্শই দিচ্ছেন। এক কোটি এক লক্ষ টাকা পাওয়ার পর দুই বিজেতার এখন একটাই লক্ষ্য, বাড়িঘর তৈরী করা ও সন্তানকে পড়াশোনা করানো। রাতারাতি লক্ষ্মীলাভ হতেই আপ্লুত দুই বন্ধু।

Farakka lottery

এদিকে, লটারি জয়ী হতেই একবার দেখার জন্য তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন গ্রামের বাসিন্দারা। ফলে, নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে পুলিশের দ্বারস্থ হতে একপ্রকার বাধ্য হয়েছেন তারা। প্রসঙ্গত উল্লেখ্য, লটারিতে পুরস্কার জেতা ভাগ্যের ব্যাপার। কারণ কেউ কেউ বছরের পর বছর টিকিট কিনলেও কোনও পুরস্কার জিততে পারেন না। অনেকের আবার লটারি জিতে ভাগ্য বদলে যায়। তেমনই বদলে গেল একসঙ্গে লটারি টিকিট কাটা প্রথম পুরস্কার বিজেতা লালচাঁন ও সায়বের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর