আজান বিতর্কের মধ্যেই এবার আজমীরে লাউডস্পিকারে নিষেধাজ্ঞা, সঙ্গে রয়েছে ধর্মীয় পতাকাও

বাংলা হান্ট ডেস্ক: রাজস্থানের আজমীরে, প্রশাসন সমস্ত পাবলিক এবং ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করেছে। এই প্রসঙ্গে প্রশাসন জানিয়েছে, মূলত শব্দ দূষণ রোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, প্রশাসনের এই নির্দেশ গত ৭ এপ্রিল থেকে শহরে কার্যকর করা হয়েছে। এছাড়াও, আজমীরে ধর্মীয় পতাকাও নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি আজান বিতর্কে সারা দেশ উত্তপ্ত হয়ে ওঠে। এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে, শব্দ দূষণ ছাড়াও এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে রয়েছে আজান বিতর্কও। বর্তমান আদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা তাঁর দল অথবা প্রতিনিধি কোনো ধরনের ধর্মীয় বা অন্য কোনো অনুষ্ঠানে অনুমতি ছাড়া ডিজে ব্যবহার করতে পারবেন না।

তবে, কেউ ব্যবহার করতে চাইলে সংশ্লিষ্ট এসডিএমের কাছ থেকে আগেই অনুমতি নিতে হবে। রাত ১০টা থেকে সকাল ৬ টা পর্যন্ত এই অনুমতি পাওয়া যাবে না। এদিকে, অনুমতি পাওয়ার পর তা অবশ্যই, শব্দদূষণ আইন, ২০০০-এর নির্ধারিত মাত্রার বেশি হতে পারবে না বলেও জানানো হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আজমীরে ধর্মীয় পতাকা ও অন্যান্য ধর্মীয় প্রতীক নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও, আজমীরে ১৪৪ ধারা লাগু করা হয়েছে। এসপির জারি করা আদেশে বলা হয়েছে, অনুমতি ছাড়া ব্যক্তিগত সম্পত্তিতেও ধর্মীয় পতাকা উত্তোলন করা যাবে না। কারণ এই ঘটনা ঘটলে শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলার অবনতি এবং সামাজিক সম্প্রীতিতেও ব্যাঘাত আসতে পারে বলে মনে করা হচ্ছে।

mosques 1585547630

এই প্রসঙ্গে আজমিরের এসপি জানিয়েছেন, যারা প্রশাসনের আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইপিসির ১৮৮ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর