আম জনতাকে বড় ঝটকা দিয়ে একলাফে অনেকটাই বাড়িয়ে দেওয়া হল রান্নার গ্যাসের দাম!

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে গোটা ভারতে (India) লকডাউন ৫ তথা আনলক ১ শুরু হয়েছে। আর এর মধ্যে আম জনতাকে ঝটকা দিয়ে রান্নার গ্যাসের (LPG Gas Cylinder) দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত গ্যাস বিতরণ কোম্পানি LPG সিলেন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান দাম তৎকাল লাগু করে দেওয়া হয়েছে।

অয়েল মার্কেটিং কোম্পানি (HPCL,BPCL, IOC) বিনা সাবসিডির LPG গ্যাস সিলেন্ডারের দাম বাড়ানোর ঘোষণা করেছে। ১৪.২ কেজির বিনা সাবসিডির সিলেন্ডারের দাম দিল্লীতে ১১.৫০ টাকা প্রতি সিলেন্ডার বেড়ে গেছে। এবার নতুন দাম বেড়ে ৫৯৩ টাকা হয়েছে।

দিল্লী সমেত দেশের চারটি মহানগরীতেও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কলকাতায় ৩১.৫০ টাকা, মুম্বাইয়ে ১১.৫০ টাকা আর চেন্নাইয়ে ৩৭ টাকা গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

আপনাদের জানিয়ে দিই যে, গ্যাস কোম্পানি গুলো প্রতিমাসের প্রথম তারিখে গ্যাস সিলেন্ডারের দাম বাড়ায়। আর সেই হিসেবে এই মাসেও দাম বাড়বে সেটার আশঙ্কা করা হচ্ছিল। কাঁচা তেল আপাতত ৩২ ডলার প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে। যদিও লকডাউনের কারণ অনেক রাজ্য সরকারই নিজ রাজ্যে তেলের দাম আগেই বাড়িয়ে দিয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর