দ্বিতীয়বার IPL-এ ২৫০! রাবাডা, অর্শদীপদের উড়িয়ে দিয়ে ইতিহাস গড়লেন LSG-র ব্যাটাররা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজকের দিনটা আইপিএলের ইতিহাসে একটা স্মরণীয় দিন হয়ে থাকল। অবিশ্বাস্য রেকর্ড তৈরি হতে গিয়েও একটুর জন্য আটকে গেল লখনৌ সুপারজায়ান্টস। দ্বিতীয় ওভার থেকে সেই যে আক্রমণ শুরু করেছিল লোকেশ রাহুলের দল, তা বজায় রইলো শেষ ওভার অবধি। শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংসের মাথাব্যথা বাড়িয়ে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর (২৫৭/৫) তুললো এলএসজি।

আইপিএলে মঞ্চে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ২০১৩ সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি ক্রিস গেইল ঝড়ে ভর করে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২৬৩ রান করেছিল। আজ সেই রান টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল লখনৌয়ের সামনে। কিন্তু শেষ ওভারে নিকোলাস পুরান ১৯ বলে ৪৫ রান করে এলবিডব্লিউ হওয়ায় আরসিবির রেকর্ড আর ভাঙেনি।

লোকেশ রাহুল সাধারণত ধীরগতিতে ব্যাটিং করেন শুরুর দিকে। আজ তিনি রাবাডার ওভারের প্রথম বলে একটি অসাধারণ ছক্কা মেরে তারপর আউট হয়ে যান ১২ রানের ব্যক্তিগত স্কোরে। কিন্তু ঝড় তুলেছিলেন অপর ওপেনার কাইল মেয়ার্স। পাওয়ার প্লে-তে ৭৪ রান তোলে এলএসজি। ২৪ বলে ৭টি চার ও ৪টি ছক্কা সহ ৫৪ রান করে আউট হন ক্যারিবিয়ান ওপেনার।

এরপর আয়ুশ বাদোনি এবং মার্কাস স্টোইনিস একইরকম আগ্রাসী ব্যাটিং করে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। একমাত্র রাহুল চাহার বাদে বাকি সব পাঞ্জাব কিংস বোলার প্রচুর রান বিলিয়েছেন। আয়ুশ ও স্টোইনিসের মধ্যে ৮৯ রানের একটি পার্টনারশিপ হয় মাত্র ৪৬ বলে যা স্থির করে দিয়েছিল যে ২০০-এর অনেক বেশি স্কোর করতে চলেছে লখনৌ।

স্টোইনিস আজ আইপিএলে নিজের সর্বোচ্চ স্কোর করেছেন। ৪০ বলে ৭২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি ৬টি চার ও ৫টি ছক্কা সহযোগে। নিকোলাস পুরান ১৯ বলে ৭টি চার ও ১টি ছক্কা সহযোগে ৪৫ রান করেন। দীপক হুডা ও ক্রুনাল পান্ডিয়াও স্বল্প সুযোগে বেশ কিছু বাউন্ডারি যোগ করেন যার জন্য রানের গন্ডি ২৫০ অতিক্রম করে। রাবাডা, অর্শদীপদের কোনও পরিকল্পনাই আজ কাজে লাগেনি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর