“লখনউ প্যান্থার্স” নাকি “লখনউ রেঞ্জার্স”, খুব দ্রুতই নাম প্রকাশ করবে লখনউ এর আইপিএল দল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: খুবই দ্রুত প্রকাশিত হতে চলেছে লখনউ আইপিএল ফ্র্যাঞ্চাইজির নতুন নাম। সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা আরপিএসজি গ্রূপ এই ফ্র্যাঞ্চাইজির মালিক। তারা মঙ্গলবার রাতের দিকে তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করে সমর্থকদের অফিসিয়াল নাম প্রকাশের জন্য আর একটু ধৈর্য ধরতে অনুরোধ করেছেন।

ছবিটিতে দেখা যাচ্ছে দুটি সারি। ওপরের সারির লেখাটি যে “Lucknow” তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু দ্বিতীয় সারির লেখাটি স্পষ্ট হয়। তবে যেটুকু আদল বোঝা যাচ্ছে তার থেকেই সেই দলের ভক্তদের মধ্যে দুটি নামের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। সেই দুটি নাম হলো “লখনউ প্যান্থার্স” এবং “লখনউ রেঞ্জার্স”। এই দুটি নামের মধ্যে একটিই হবে নতুন দলের নাম বলে আন্দাজ করছেন ভক্তরা।

lucknow 1

অফিসিয়াল পেজ থেকে এই পোস্টের খুব দ্রুতই নাম প্রকাশ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ক্রিকেটার বাছাইয়ের কাজও শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। লখনউ-ভিত্তিক “ফ্র্যাঞ্চাইজিটি অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে দলে চাইছে।

তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মেগা নিলামের আগে লেগ-স্পিনার রশিদ খানকে পেতে ব্যর্থ হয়। অপরিবর্তিতদের জন্য, দুটি নতুন আইপিএল দল, লখনউ এবং আহমেদাবাদ, অ-রক্ষিত খেলোয়াড়দের তালিকা থেকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় বাছাই করতে পারে। খুব দ্রুতই সেই প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যাবে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর