বাংলা হান্ট ডেস্কঃ বড় ফাঁড়া গেল কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের উপর দিয়ে। শুক্রবার সন্ধ্যায় বিটি রোডে বাইক চালিয়ে যাওয়ার সময় মদন মিত্র একটি লরিতে গিয়ে মুখোমুখি ধাক্কা মারেন। এরপর তাঁকে তৎক্ষণাৎ নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। বর্তমানে তিনি সুস্থ।
জানা গিয়েছে যে, বিটি রোডের রথতলায় একটি পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মদন মিত্র। বিটি রোডে অতিরিক্ত যানজট থাকায় অনেক দেরি হচ্ছিল বিধায়কের। এরপর তিনি চারচাকা ছেড়ে বাইক নিয়েই রওনা দেন অনুষ্ঠানের দিকে। বাইক নিয়ে কিছুটা যাওয়ার পর একটি লরির মুখোমুখি হয়ে পড়েন মদনবাবু।
ইন্ডিকেশনে তালমেল না হওয়ায় সেই লরিতে গিয়ে বাইক নিয়ে ধাক্কা মারেন বিধায়ক। লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর মদন মিত্রের উত্তেজিত অনুরাগীরা লরির চালককে মারধর করতে উদ্যত হয়। যদিও, মদনবাবু আটকানোয় চালককে ছেড়ে দেয় তারা।
সেখান থেকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় মদনবাবুকে। তাঁর পায়ে চোট লেগেছে। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। মদনবাবু জানিয়েছেন, তিনি আপাতত সুস্থ রয়েছেন। এই ঘটনার পর মদন মিত্রের অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।