বাংলাহান্ট ডেস্কঃ শুক্রবার বিধানসভা অধিবেশনে আপাদমস্তক বাঙালিবাবুর সাজে ধরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (madan mitra)। বর্তমান সময়ে মদন মিত্রকে ‘বাংলায় ক্রাশ’ হিসেবেও ধরা হয়। স্যোশাল মিডিয়ায় তাঁর লাইভ ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, তাঁর অসংখ্য ফ্যানেরা। এবার বিধানসভা অধিবেশনে বাঙালিবাবু লুকে ধরা দিয়ে, নিজের ফ্যানদের মধ্যে আরও বেশি জনপ্রিয় হলেন এই তৃণমূল বিধায়ক।
সাদা ধুতি পাঞ্জাবি, চোখে চশমা, পায়ে রয়েছে কালো-রুপোলীর মিশেলে চটি, আবার ধুতির কোঁচা গোঁজা রয়েছে পাঞ্জাবির পকেটে। সব মিলিয়ে বহুদিন পর বাঙালীবাবু লুকে সামনে এলেন মদন মিত্র। আর তাঁর এই লুক স্বাভাবিক ভাবেই নজর কড়েছে সকলের।
রীতি অনুযায়ী সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশনের দিন সকল বিধায়ককে বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল শাসক দলের পক্ষ থেকে। এমনকি সকল বিধায়কের ফোনে এসএমএস পাঠিয়ে বলা হয়েছিল- অধিবেশনে রাজ্যপালের ভাষণ শুরু হওয়ার অন্তত ১৫ মিনিট আগেই পৌঁছে গিয়ে নিজের আসনে বসতে হবে বিধায়কদের।
প্রসঙ্গত, এদিনের বিধানসভা অধিবেশন রাজ্যপাল জগদীপ ধনকরের ভাষণ দিয়ে শুরু হবার কথা ছিল। সেইমত দুপুর ২ টো বেজে ৪ মিনিট নাগাদ ভাষণ পাঠ শুরু করেন রাজ্যপাল জগদীপ ধনকর। কিন্তু শুরু থেকেই বাধাদান করতে থাকেন বিজেপি (BJP) বিধায়করা। তাদের হাতে ছিল ভোট-পরবর্তী হিংসার পোস্টার এবং ছবি। এমনকি বিধানসভার ওয়েলেও নেমে আসেন বিধায়করা। কথা শুরু হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে। এরপর ফের রাজ্যপাল ভাষণ শুরু করলেও আবারও বাধাদান করতে শুরু করেন বিজেপি বিধায়করা। শেষ পর্যন্ত ২ টো বেজে ৮ মিনিটে নিজের ভাষণ শেষ না করেই বিধানসভা ত্যাগ করেন রাজ্যপাল।