‘ভিতরটা গেরুয়া উপরটা সবুজ’, পুজো মন্ডপ থেকে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা মদন মিত্রের

বাংলাহান্ট ডেস্কঃ শুরু গয়ে গিয়েছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো (durga puja)। এই সময় বিভিন্ন মন্ডপে মন্ডপে ফিতে কেটে পুজোর শুভ উদ্বোধন করলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সেলেব তারকারা। এরই মাঝে পঞ্চমীতে বনগাঁ শিমূলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পূজা উদ্বোধন করতে দেখা গেল তৃণমূল বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra)।

পুজো উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু বার্তাও দিলেন দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। সেইসঙ্গে বিভিন্ন ভাবে আক্রমণও করলেন বিরোধীদের। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক তথা বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে নিয়ে দলভাঙ্গনের গুজবের মধ্যে তাঁকে নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও পরিবহনমন্ত্রী মদন মিত্র।

751120 Screenshot 20211010 155332 2

মদন মিত্রের কথায়, ‘মন খারাপ করলে হবে না শঙ্কর। আজ পঞ্চমীতে মায়ের কাছে প্রার্থনা কর, সবাইকে দাও সাফল্য। আগামী দিনে এই শঙ্কর আঢ্যের কাছেই ফিরবে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চাবিকাঠি। এই পুজোর উদ্যোক্তা ডাকু এবং জ্যোৎস্না আমার পুরনো বন্ধু। তবে ডাকু এখন চেয়ারম্যান নেই বলে, তাঁর সঙ্গে তো আর সম্পর্ক খারাপ হতে পারে না’।

পুজো মন্ডপ থেকেই তিনি বলেন, ‘বাংলার ক্রাশ আমি হতে চাই না। তবে আমি চাই বিজেপি যখন দাঙ্গা করবে, তখন আমি বনগাঁর ত্রাস হব। সেইসঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, ‘ভিতরটা গেরুয়া উপরটা সবুজ, একেবারে কুমড়োর মতন। এই ফুলো ফুলো কুমড়ো গুলো অনেক দামে বিক্রি হয়েছে। সেইসঙ্গে ঢ্যাঁড়স, মুলো সব গেছে’।


Smita Hari

সম্পর্কিত খবর