বাংলাহান্ট ডেস্কঃ অনিবার্য কারণবশত আহ হাইকোর্টে নারদা মামলার শুনানি হয় নি। আর এরফলে চার হেভিওয়েট অভিযুক্তকে আরও একদিন হেফাজতেই কাটাতে হবে। আজ শুনানি হবে না শোনার পর অন্য বেঞ্চে মামলার দ্রুত শুনানির আবেদন করে হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে চিঠি দেন তৃণমূল বিধায়ক মদন মিত্রের আইনজীবী। প্রাপ্ত খবর অনুযায়ী, বৃহস্পতিবার শুনানি বাতিল হওয়ার পর অবাক হয়েছেন মদনবাবু।
বুধবার দুপুর ১২টা থেকে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই মামলার শুনানি দুপুর দুটোর খানিক পর শুরু হয়। বুধবারের মতো বৃহস্পতিবারও দুপুর দুটো থেকে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত মামলার শুনানি পিছিয়ে যায়।
প্রাপ্ত খবর অনুযায়ী, হাইকোর্টের ভারপ্রাপ্ত আইনজীবী রাজেশ বিন্দাল না আসার কারণেই আজকের শুনানি বাতিল হয়েছে। আজকের শুনানি বাতিল হওয়ার ফলে মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় আর ফিরহাদ হাকিমকে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে।