বাংলাহান্ট ডেস্ক : গতকাল বিটি রোড়ে দুর্ঘটনার কবলে পড়েন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বাইক নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। নিয়ন্ত্রণ হারিয়ে লরির নীচে পড়ে গেলেও একটুর জন্য এড়ানো যায় বড় বিপদ। তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর মদন মিত্রকে ছেড়ে দেন চিকিৎসকরা।
দুর্ঘটনার পর কেমন আছেন মদন মিত্র? এবার নিজেই জানালেন সে কথা। তবে যে সে ভাবে নয়, একেবারে নিজের স্টাইলে গান গেয়েই জানালেন তিনি সুস্থ আছেন। শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বিটি রোড রথতলার কাছে লরির সঙ্গে ধাক্কা লাগে তাঁর। ওই এলাকায় ফুলের প্রদর্শনী চলায় কয়েক হাজার মানুষ ভীড় করে ছিলেন রাস্তায়। সেই কারণেই নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়ে যান তিনি। এই সময় লরির নীচে তাঁর মাথাও ঢুকে যায়। তবে অল্পের জন্য রক্ষা হয় এ যাত্রায়।
এদিন হাসপাতাল থেকে মদন মিত্র বলেন, ‘একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। ও লাভলি! আজ হ্যাভ গট আ নিউ লাইফ।’ এরপরই ‘ও যে মানে না মানা’ গেয়ে ওঠেন তিনি। বলেন, ‘আমি মানা মানি না৷ আমার যা হবার তাই হবে। এটা আবারও প্রমাণ হল মানুষের সঙ্গে থাকলে কেউ কিছু করতে পারে না। শকুন থাকে আকাশে, নজর থাকে ভাগাড়ে। এবারেও অনেক শকুন আকাশে ছিল। কিন্তু এবারেও কেউ বডিটা নিতে পারল না।’
আপাতত সুস্থই আছেন মদন মিত্র। নিজের ভক্তদের এবং ট্রোলারদেরকেও ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, ‘সুস্থ আছি। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। আপাতত বিশ্রাম নেওয়ার কথাই বলেছেন চিকিৎসকরা’।