গেরুয়া তিলক কেটে হাজির মদন মিত্র! কারণ জানতে চাইতেই টানলেন অরিজিৎ-মমতার প্রসঙ্গ

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আবারও অকপট মদন মিত্র (Madan Mitra)। এদিন বিকেলে একটি অনুষ্ঠানে যোগ দেন কামারহাটির বিধায়ক। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় কপালে গেরুয়া তিলক কেন পরেছেন তিনি? সেই প্রশ্নের উত্তরে মদনবাবু বলেন, ‘গেরুয়া রঙ তো কারুর ব্যক্তিগত নয়! এই রঙ তো ভারতের জাতীয় পতাকাতেই রয়েছে। তাহলে গেরুয়া পরতে আপত্তি কোথায়?’ এই মন্তব্যে বাংলার ‘কালারফুল বয়’ বিরোধিদের গেরুয়া রঙ নিয়ে রাজনীতি করাকেই এক মোক্ষম বার্তা দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

গতকাল বাংলা হান্টের একটি অনুষ্ঠানে যোগ দিতে হাজির হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন তিনি নিজেকে সাদা রঙের পোষাকে সাজিয়েছিলেন। এরই সঙ্গে তাঁর কপালে জ্বলজ্বল করছিল গেরুয়া রঙের তিলক। এদিন মদন মিত্র বলেন, ‘আমি সোজা গঙ্গাসাগর থেকে আসছে। সেখানে পরিবেশ অপূর্ব সুন্দর।’ এরপরই বাংলা হান্টের সাংবাদিকদের মুখোমুখি হন কামারহাটির বিধায়ক।

সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন তিনি গেরুয়া টিপ কপালে পরেছেন কেন? এই প্রশ্নের উত্তরে খানিক থেমে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মদন মিত্র বলেন, ‘গেরুয়া রঙ তো কারুর একার নয়। আর এই রঙ তো আমাদের জাতীয় পতাকাতেই রয়েছে। তাহলে এই রঙ পরলে তো কোনও অসুবিধা নেই।’ এরপরই তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘স্টেজে উঠে যখন অরিজিৎ সিং গেরুয়া গান গাইলেন তখন কি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গান থামিয়ে দিতে?’

whatsapp image 2023 01 13 at 1.37.07 pm (1)

এদিনের বাংলা হান্টের অনুষ্ঠানে গানে বক্তৃতায় একে বারে মাতিয়ে দেন মদন মিত্র। উঠে আসে রাজনীতির কথা। উঠে আসে গঙ্গাসাগরের কথা। তিনি অকপটে স্বীকার করেন গঙ্গাসাগর দর্শন করে তিনি পরিতৃপ্ত। তবে গেরুয়া তিলক পরে এবং গেরুয়া রঙ ভারতের জাতীয় পতাকার অংশ বলে উল্লেখ করে বিরোধী দল বিশেষ করে বিজেপির রঙ নিয়ে রাজনীতিকে কড়া বার্তা দিয়ে রাখলেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

X