যিশুর সঙ্গে রবি ঠাকুরের জন্মদিন গুলিয়ে ফেললেন মদন মিত্র! বৈশাখে স্বাগত জানালেন ডিসেম্বরকে

বাংলাহান্ট ডেস্ক : এবার রবি ঠাকুরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে তুমুল ট্রোলের শিকার তৃণমূলের কালারফুল বয় মদন মিত্র। কবিগুরুর জন্মদিন ভুলে ভিডিওয় খ্রিস্টের জন্মদিন উল্লেখ করে নেটমাধ্যমে বেশ বিপাকেই পড়েছেন কামারহাটির বিধায়ক।

সোমবারই ছিল রবীন্দ্র জয়ন্তী। কবিগুরুর ১৬১ তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে ভোলেননি মদন মিত্র। সেই উপলক্ষ্যে সামনে এসেছে মদনের একটি ভিডিও। ভিডিওটিতে চেনা মেজাজেই দেখা যাচ্ছে তাঁকে। চোখে হলুদ রোদ চশমা, পিছনে বাঁধানো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পেল্লায় ছবি। আর সেই ভিডিও নিয়েই তুঙ্গে উঠেছে বিতর্ক।

ভিডিওটিতে মদন মিত্র বলেন, ‘আজ পঁচিশে ডিসেম্বর। চির নিতনে দিল ডাক, পঁচিশে বৈশাখ। হে নূতন দেখা দিক আরবার।’ প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ভিডিওটি। ররবীন্দ্রনাথ ঠাকুর এবং যিশু খ্রিস্টের জন্মদিন গুলিয়ে ফেলার কারণে স্বভাবতই মদন মিত্রকে একের পর এক কটাক্ষ ও সমালোচনা ছুঁড়ে দেন নেটিজেনরা। মদনের নূতনের বদলে নিতন উচ্চারনও চোখ এড়ায়নি তাঁদের। তা নিয়েও কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। একজন বিধায়ক হয়ে কীকরে এহেন ভুল করতে পারেন তিনি তা নিয়েও ওঠে প্রশ্ন। কেউ কেউ আবার দাবি করেন ভিডিওটি পঁচিশে ডিসেম্বরের সময়ের।

অন্যান্য অনুষ্ঠানে ও বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়ে নিজের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করলেও এদিনের এই ভিডিওটি নিজের প্রোফাইল থেকেই পোস্ট করেছেন মদন মিত্র। যদিও পরে অবশ্য জানা গিয়েছে যে ভিডিওটি ২০২০ সালেই রেকর্ড করা। এই বিতর্কের প্রেক্ষিতে কোনও রকম প্রতিক্রিয়াই জানাননি তৃণমূল বিধায়ক।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর