বাংলাহান্ট ডেস্কঃ ফের এক অন্য মেজাজে ধরা দিলেন তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। রাজনীতির বাইরে বেরিয়ে হোক কিংবা রাজনৈতিক ভঙ্গিতে বিরোধীকে কটাক্ষ করা, বরাবরই তাঁকে বেশ অন্য মেজাজেই দেখা যায়। আর তাঁর এই মেজাজের জন্যই গোটা বাংলা জুড়ে, শাসক দল হোক কিংবা বিরোধীপক্ষ, তাঁর অনুরাগীর সংখ্যা কিন্তু কম নয়।
মদন মিত্রের এক একটা ভিডিও আপলোডের জন্য অধীর আগ্রহে বসে থাকেন তাঁর অসংখ্য ভক্তকূল। সঙ্গে তাঁর সেই বিখ্যাত ডায়লগ ‘ওহ লাভলি’, এযেন উপরি পাওনা হিসেবে থাকে অনুরাগীদের কাছে। রাজনীতির ময়দানে দাঁড়িয়েও তাঁর ফ্যাশন সেন্সও কিন্তু নজর কাড়া। কখনও সাদা ধুতি পাঞ্জাবি, আবার কখনও পার্টি মুড, আবার কখনও হালকা মেজাজেই ধরা দেন মদন মিত্র।
তবে এবার কিছুটা অন্য রূপেই দেখা গেল এই তৃণমূল বিধায়ককে। রাজনীতির আঙ্গিনা ছেড়ে, এবার তাঁকে দেখা গেল ট্রাকসুট পরে পাঞ্চিং ব্যাগে ঘুষি মেরে শরীরচর্চা করতে। পরনে হলুদ গেঞ্জি আর খয়েরি প্যান্ট পরেই, কলকাতার একটি জিমে ওয়র্কআউট করতে দেখা গেল মদন মিত্রকে।
নিজের ফেসবুক থেকে লাইভে এসে, সেই জিমের পাঞ্চিং ব্যাগে পাঞ্চ মারার ভিডিও শেয়ার করলেন ভক্তদের জন্য। যেখানে দেখা যায়, কোন দিকে না তাকিয়েই, অনবরত একের পর এক ঘুষি মেরে চলেছেন সেই পাঞ্চিং ব্যাগে। কোন দিকে কোন ভ্রূক্ষেপ নেই। ট্রেনার কাউন্ট করছেন, আর ‘প্রতিপক্ষ’ ভেবে যেন সেই পাঞ্চিং ব্যাগকে অনবরত মেরেই চলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
তবে এখানেই শেষ নয়, ভিডিওর পাশাপাশি বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন মদন মিত্র। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘কঠোর পরিশ্রম মন এবং আত্মা থেকে বলিরেখা দূরে রাখে’।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার