বিধানসভার অধিবেশন ছেড়ে কাতারে বিশ্বকাপ দেখতে যাচ্ছেন মদন মিত্র, কাকে সমর্থন করবেন?

বাংলাহান্ট ডেস্ক : ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন (Winter Session of State Assembly)। আর তার ঠিক দু’দিন পরই অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবলের মহারণ। বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2023) এই পরিস্থিতিতে বিধানসভার শীতকালীন অধিবেশনকে ব্রাত্য করে ফুটবল বিশ্বকাপের আনন্দ নিতে সুদূর কাতার পাড়ি দিচ্ছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

শোনা যাচ্ছে, তাঁর বিশ্বকাপ দেখতে যাওয়ার পরিকল্পনা নাকি বহু দিনের। কিন্তু সোমবার বিকেলে পরিবহণ ভবনে বসে তিনি জানতে পারেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৮ থেকে ৩০ নভেম্বর বসছে বিধানসভার শীতকালীন অধিবেশন। মাথায় হাত মদনের! কিন্তু কিছু সময় পরই তিনি ঘনিষ্ঠদের জানিয়ে দেন তাঁর ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে। তাই এশিয়া মহাদেশে বসা পৃথিবীর বৃহত্তম ফুটবল প্রতিযোগিতার উত্তাপ নিতে কাতার যাবেন তিনি। সে যতই সে সময় বিধানসভার অধিবেশন বসুক বা কেন।

তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেলে দলের সমস্ত বিধায়ককে বিধানসভার অধিবেশনে উপস্থিত থাকতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয় কোনও দিন অধিবেশনে যোগ না দিতে পারলে তার কারণ জানাতে হবে মুখ্যসচেতক নির্মল ঘোষকে। নাহলে আগে থেকে অনুপস্থিতির কারণ পরিষদীয় দলের মুখ্য সচেতককে জানাতে হবে। কিন্তু তিনি যে মদন মিত্র। এই সব নিয়মকানুন তাঁর উপর খাটবে কেন!

জানা যাচ্ছে এ বিষয়ে আগে থেকেই তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে রেখেছেন। মদন বলেন, ‘আমি আমার দলের সুপ্রিম কোর্টের থেকে অনুমতি নিয়ে বিশ্বকাপ দেখতে যাচ্ছি। সমস্যা হওয়ার কথা নয়।’ মদন জানিয়েছেন, দু’দফায় বিশ্বকাপ দেখতে যাবেন তিনি। ২১-২৯ নভেম্বর কাতারে থাকবেন তিনি। ৩০ তারিখে ফিরে আসবেন ভারতে। আবার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল এবং ফাইনাল দেখতে কাতার যাবেন তিনি। সে বার ১১-১৮ ডিসেম্বর দোহায় থাকবেন কামারহাটির তৃণমূল বিধায়ক।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর