আশ্চর্য! রেস্তোরাঁয় খাবার পরিবেশন করে মেড ইন ইন্ডিয়ার তৈরি রোবট, জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক : আমরা সকলেই জানি রোবট এখন আর শুধুমাত্র মজাদার একটা বস্তু নয়, বর্তমানে বিশ্ব জুড়ে মানুষ থেকেও বলা যায় কয়েকটা ধাপ এগিয়েই যাচ্ছে রোবট। তাই তো এখন শুধুমাত্র কথাবার্তা বলা বা খেলাধুলাই নয় এ বার খাবার ও পানীয় পরিবেশনের কাজ করছে রোবট। ভুবনেশ্বরের একটি অতিথিশালায় দেখা মিলল তেমন দুই রোবটের। রোবো শেফ নামের ওই রেস্তোরাঁয় চম্পা ও চামেলি নামের দুই রোবট এখন অতিথি সেবায় নিয়োজিত রয়েছে।download 11

যদিও তাঁদের দেখে বোঝা যাচ্ছে রোবট কিন্তু তাঁদের আচার ব্যবহার পুরোটাই মানুষের মতো। রোবো শেফ এর মালিক পেশায় সিভিল ইঞ্জিনিয়ার জিত বাসা জানিয়েছেন, রোবট কলি নাকি ল্যাডারের সাহায্যে কাজ করে এবং তাঁরা কখনো নির্দিষ্ট পথে ঘোরা ফেরা করে না, যদিও আগে ফুড ডেলিভারি রোবট গুলি পূর্ব নির্ধারিত রুটগুলিতে খাবার পরিবেশন করতে অভ্যস্ত ছিলেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন রেস্তোরাঁয় আসা যে কোনও ব্যক্তির আদেশ অনুযায়ী তাঁরা কাজ করতে সক্ষম এবং ওড়িয়া সহ যে কোনও ভাষা বুঝতেও পারে ও বলতেও পারে

শুধু তাই নয় ওড়িয়া ভাষাতেই রেস্তোরাঁয় অতিথিদের স্বাগত জানাতে ওড়িয়া ভাষায় আপনি খুশি? এটা জিজ্ঞাসা করেন, তার পর সামনে থাকা স্ক্রিনে টাচ করে অর্ডারের অনুমতি নেয়। জানা গিয়েছে চম্পা ও চামেলি তৈরিতে খরচ হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে, মাত্র ত্রিশ মিনিট চার্জ দিয়ে খাবার পরিবেশন করতে দেওয়া হয় তাঁদের। পাশাপাশি আরও জানা গিয়েছে তারা 20 কেজি অবধি খাবার পরিবেশনের সক্ষম।

বর্তমানে গোটা বিশ্ব যেভাবে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে তাতে, মানুষের হাত পা রে কাজ করার ক্ষমতা অনেক ক্ষীণ হয়ে আসছে, কয়েক বছর আগেই জানা গিয়েছিল বিভিন্ন কর্মক্ষেত্রের রোবট নিয়োগ করা হবে। মানুষের থেকেও এঁরা খুব তাড়াতাড়ি কাজ করতে সক্ষম।


সম্পর্কিত খবর