করোনা আবহে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, পাশের হার ১০০%

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক (Madhyamik 2021) পরীক্ষার ফলাফল। মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় পরীক্ষার ফল প্রকাশ করলেন। এবছর পাশের হার ১০০ শতাংশ। ৭০০-র মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৬৯৭।

করোনা আবহে এবছর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সেই কারণে বিকল্প পদ্ধতি প্রয়োগে অর্থাৎ নবম শ্রেণীর প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ এবং দশম শ্রেণীর আভ্যন্তরীণ পরীক্ষার ৫০ শতাংশের উপর ভিত্তি করে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

986052 madhyamik result2

চলতি বছরে মোট ছাত্রছাত্রীর সংখা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯। যার মধ্যে ছাত্রী ছিলেন ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন এবং ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০। সর্বোচ্চ নম্বর উঠেছে ৭০০-র মধ্যে ৬৯৭, যা পেয়ছে ৭৯ জন।

www.wbbse.wb.gov.in, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com, www.results.shiksha- এইসকল সাইটের সাহায্যে সকাল ১০ টা থেকেই রেজাল্ট দেখতে পাবেন ছাত্রছাত্রীরা।

bvbvbvvb

পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার অর্থাৎ আজই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং অ্যাডমিট কার্ড নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ। তারপর স্কুল থেকে অভিভাবকরা সেই মার্কশিট এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।

Smita Hari

সম্পর্কিত খবর