বাংলাহান্ট ডেস্ক: আজ থেকে শুরু হল মাধ্যমিক (Madhyamik 2023)। রাজ্যজুড়ে পরীক্ষার্থীরা চলেছে পরীক্ষাকেন্দ্রে। কিন্তু এই পরীক্ষা আর দেওয়া হল না রাজগঞ্জের অর্জুন দাসের। পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হল তার। বাবার সঙ্গে বাইকে চড়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল সে। তখনই একটি হাতি হামলা (Elephant attack) চালায় তার উপর। শুঁড়ে তুলে আছড়ে মেরে ফেলে অর্জুনকে।
মৃত অর্জুন দাস পাঁচিরাম স্কুলের ছাত্র। তাঁর সিট পড়েছিল বেলাকোবার কেবলপাড়া হাইস্কুলে। সেখানে যাওয়ার সময় জঙ্গলের রাস্তায় একটি হাতির হামলার মুখে পড়ে সে। ফলে বেঘোরে প্রাণ যায় ওই পরীক্ষার্থীর। রাজগঞ্জের টাকিমারিতে হাতির হানায় জখম হয়েছেন অর্জুনের বাবাও। মৃত ওই মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
পরিবার সূত্রে খবর, আজ সকাল ৯টা নাগাদ বাবার বাইকে চেপে মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়েছিল অর্জুন। তাঁর বাবাই বাইকটি চালাচ্ছিলেন। ছেলেকে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। কম সময়ের মধ্যে পৌঁছতে জঙ্গলের রাস্তা ধরেন। কিন্তু সেখানেই কুয়াশার মধ্যে হঠাতই সামনে আসে একটি হাতি। সেটির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান দু’জনে।
প্রথমে আহত হন অর্জুনের বাবা। এরপরই অর্জুনকে শুঁড়ে পাকিয়ে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর আহত অর্জুনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অর্জুনের বাবাও গুরুতর আহত। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আজ দুপুর ১২টা থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। অর্জুনের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার বিকল্প রাস্তা ছিল। তবে সেক্ষেত্রে ১৫ কিলোমিটার পথ পেরোতে হত। সেই ঝুঁকি না নিতে চেয়ে জঙ্গলের রাস্তা ধরেন তার বাবা। কিন্তু সেখানেই যে বিপদ লুকিয়ে রয়েছে তা জানতেন না তিনি। ওই রাস্তা দিয়ে যাওয়ার পথেই মর্মান্তিক এই ঘটনা ঘটে। বন দফতরের (Forest Department) তরফে পরিবারটির পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।