আরও এগিয়ে গেল মাধ্যমিক পরীক্ষা, ২০২৪-র দিনক্ষণ ঘোষণা করল বোর্ড

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত করেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। ফল প্রকাশের সাথে সাথেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হলো মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। ২০২৪ সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) কয়েকদিন এগিয়ে আনা হয়েছে ২০২৪ সালে।

জানা গিয়েছে, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ বলেছেন আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২রা ফেব্রুয়ারি থেকে। ১২ই ফেব্রুয়ারি শেষ হবে পরীক্ষা। প্রসঙ্গত, এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন মোট ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন।

এক লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবারের মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় এবার প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। সকাল দশটা নাগাদ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে প্রকাশ করেন মেধা তালিকা। এবারের মেধা তালিকায় রয়েছেন ১১৮ জন।

এই বছর মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করেছেন দেবদত্তা মাঝি। মেধা তালিকায় জায়গা করতে পারেননি কলকাতার কোনও পরীক্ষার্থী। সফলতার হারি মাধ্যমিক পরীক্ষায় সবথেকে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা ও চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X