বাংলা হান্ট ডেস্কঃ উপনির্বাচনের (Bypoll Election) জের! মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে (Sagardighi) বিধানসভায় উপনির্বাচনের জন্য বদলে গেল মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার (History Exam) সূচি। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া সূচি অনুযায়ী, ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল ২৭ ফেব্রুয়ারি, সোমবার। অন্যদিকে,বুধবারই নির্বাচন কমিশনের (Election Commission) তরফে বলা হয় এই কেন্দ্রে উপনির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ। এরপরই বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে পরীক্ষার সূচি বদল করা হয়।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, নির্বাচনের জন্য ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ ইতিহাস পরীক্ষা নেওয়া হবে। পর্ষদের নোটিস জারি করে বলা হয়েছে, ‘বৃহত্তর জনস্বার্থে’ উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হল। ইতিহাস পরীক্ষার তারিখ পাল্টানো হলেও একই জায়গায় পরীক্ষা নেওয়া হবে বলেও জানেনা হয়েছে। পাশাপাশি অন্যান্য আর কোনো বিষয়ের পরীক্ষার ক্ষেত্রে ডিন বদল হচ্ছে না বলেই জানিয়েছে পর্ষদ।
প্রসঙ্গত, সদ্য প্রয়াত হয়েছেন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। রাজ্যের মন্ত্রীর পদেও আসীন ছিলেন তিঁনি। বুধবার সেই কেন্দ্রেই উপনির্বাচনের কথা ঘোষণা করে কমিশন। কিন্তু দেখা যায়, ওই একই দিনে মাধ্যমিকের ইতিহাস বিষয়ের পরীক্ষা রয়েছে। এরফলে চিন্তার ভাঁজ পড়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের কপালে। তবে গতকালই সেই পরীক্ষার সূচি বদল করা হল বলে জানাল পর্ষদ।
এক নজরে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার সূচি,
আগামী বছর ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা
দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি
২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে
জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি
২ মার্চ হবে অঙ্ক পরীক্ষা
৩ মার্চ ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে
৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।