মন্দিরে পাঁঠাবলি দিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৪ জন! বাঁচল বলি হতে যাওয়া পাঁঠা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে রাখে হরি, মারে কে! মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরের ঘটনা যেন আবারও তারই প্রমাণ দিল। মন্দিরে মানতের পাঁঠাবলি দিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাল একই পরিবারের চারজন সদস্য। সেতুর রেলিং ভেঙে নীচে নদীতে পড়ে যায় গাড়ি। তাতেই মৃত্যু হয় চারজনের। কিন্তু অদ্ভূত ভাবে বেঁচে গেল বলি হতে যাওয়া পাঁঠা!

পাঁঠাবলি দিতে গিয়ে দুর্ঘটনার কবলে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পরিবার

ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরের এক পরিবারের। জানা গিয়েছে মন্দিরে পাঁঠা এবং মুরগি বলি দেওয়ার মানত ছিল তাঁদের। সেই মতো একটি পাঁঠা এবং একটি মুরগি জোগাড় করে বৃহস্পতিবার মন্দিরের উদ্দেশে রওনা দেন পরিবারের ছয় সদস্য। উদ্দেশ্য ছিল মানত অনুযায়ী মন্দিরে জোড়া বলি দেওয়ার। কিন্তু মানুষ ভাবে এক, আর হয় আরেক। কেই বা জানত, যার বলি এমন ‘অদলাবদলি’ হয়ে যাবে!

Madhyapradesh accident kills four people

সেতু থেকে নীচে পড়ে গাড়ি: সূত্রের খবর, বাড়ি থেকে কয়েক কিমি দূরের মন্দিরে (Madhya Pradesh) যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করেছিলেন পরিবারের সদস্যরা। দুর্ঘটনা ঘটে জবলপুর থেকে প্রায় ৩০ কিমি দূরে চরগম্বা-জবলপুর রোডে। বৃহস্পতিবার বিকেল নাগাদ একটি নদীসেতু পার হচ্ছিল গাড়িটি। হঠাৎ করেই গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক। সেতুর রেলিং ভেঙে গাড়ি সোজা আছড়ে পড়া নীচের মজে যাওয়া নদীতে।

আরো পড়ুন : রেডি রাখুন ছাতা, কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি, ধুলোর ঝড়ে লন্ডভন্ড হবে এই জেলা: আবহাওয়ার খবর

দুর্ঘটনায় মৃত চার: দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিবারের চার জনের। গুরুতর আহত হয়েছেন দুজন। এমনকি বলির জন্য নিয়ে যাওয়া মুরগিটিরও মৃত্যু হয়। কিন্তু অদ্ভূত ভাবে প্রাণে বেঁচে গিয়েছে পাঁঠাটি। দুর্ঘটনার পর স্থানীয়রাই হাত বাড়িয়ে দেন উদ্ধার কাজে। তারপর খবর দেওয়া হয় পুলিশে। আহত ব্যক্তিদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।

আরো পড়ুন : অগ্নিগর্ভ মুর্শিদাবাদ! ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ ৩, নামানো হল BSF

পুলিশ সূত্রে খবর, সেতুর রেলিং ভেঙে ৭০ ফুট উপর থেকে নীচে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিবারের চার জনের। তাঁদের নাম মহেন্দ্র পটেল, কিসান পটেল, সাগর পটেল এবং রাজেন্দ্র পটেল। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরো দুজন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X