প্রধানমন্ত্রী হবেন যোগী আদিত্যনাথ, ঘোষণা IIT বাবার! মোদীর ভবিষ্যৎ কী? জানিয়ে দিলেন তাও

বাংলাহান্ট ডেস্ক : প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় এসে জীবন অনেক পাল্টে গেছে আইআইটি বাবার (Maha Kumbh IIT Baba)। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে এসে পড়েছেন একদা ইঞ্জিনিয়ার তথা বর্তমানে সন্ন্যাসী আইআইটি বাবা। এবার মহাকুম্ভ মেলা থেকে আইআইটি বাবা ভারতের রাজনীতি নিয়ে করলেন বড় ভবিষ্যৎবাণী।

মহাকুম্ভ মেলায় ‘IIT বাবার’ (Maha Kumbh IIT Baba) ভবিষ্যৎবাণী

আইআইটি বাবা জানান, আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও ভবিষ্যৎবাণী করে ফেলেছেন আইআইটি বাবা। সম্প্রতি দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে এক সাংবাদিক আইআইটি বাবাকে (Maha Kumbh IIT Baba) প্রশ্ন করেন।

Maha Kumbh IIT Baba plan

সাংবাদিকের প্রশ্নের জবাবে খোলামেলা উত্তর দিয়েছেন আইআইটি বাবা। তিনি বলেন, ভবিষ্যতে যোগী আদিত্যনাথ দেশের প্রধানমন্ত্রীর আসনে বসবেন। প্রধানমন্ত্রী না থাকলেও রাজনীতি থেকে  দূরে সরবেন না মোদি। আগামী দিনে ভারতের রাষ্ট্রপতি হতে পারেন নরেন্দ্র মোদি। আইআইটি বাবার কথায়, “যোগী প্রধানমন্ত্রী হবেন। নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি হতে পারেন। এটাই হওয়া উচিত। টাইমলাইন বদলেও যায়।”

আরোও পড়ুন : একী কাণ্ড! মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোরে চলবে বন্দে ভারত, ব্যাপারটা কী?

কুম্ভমেলায় আইআইটি বাবা (Maha Kumbh IIT Baba) নামে খ্যাত অভয় সিংহ (Abhay Singh) এখন রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি দাবি করেন, IIT থেকে এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করে বেশ কিছুদিন ব্যস্ত ছিলেন মহাকাশ গবেষণার কাজেও। তবে জীবনের অর্থ বুঝতে পেরে তিনি সবকিছু ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন।

Maha Kumbh IIT Baba plan

যদিও মহাকুম্ভ মেলা থেকে ভাইরাল হওয়া আইআইটি বাবা বিতর্কে জড়িয়ে পড়েন খুব তাড়াতাড়ি। মাদকাসক্ত হওয়ার অভিযোগে আইআইটি বাবাকে বিতাড়িত করে দেওয়া হয় জুনা আখড়া থেকে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে আইআইটি বাবা দাবি করেন যে, তিনি গোপন কথা ফাঁস করে দিতে পারেন, সেই আশঙ্কাতেই আশ্রম থেকে বের করে দেওয়া হয়েছে তাঁকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর