বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে রাজনৈতিক টালবাহানা অব্যাহত রয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি মাঝে সম্প্রতি উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই হাসি ফোটে বিরোধী জোটের মুখে। এরপর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিল্ডে এবং তাদের সঙ্গ দেয় বিজেপি। এক্ষেত্রে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশকে উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করা হয়। তবে শিবসেনা সরকারের পতনের পর নতুন দল ক্ষমতায় আসলেও এখনো পর্যন্ত বিতর্ক পিছু ছাড়ছে না তাদের আর এরমাঝে এদিন বিধানসভার স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রইল রাজনৈতিক প্রাঙ্গণ।
মহারাষ্ট্রে নতুন সরকার শপথ নেওয়ার পরেই ঘোষণা করা হয় যে, রবিবার এবং সোমবার দুদিন ধরে বিধানসভায় বিশেষ অধিবেশন বসতে চলেছে, যার মধ্যে আজ বিধানসভার স্পিকার নির্বাচন করা হবে। এক্ষেত্রে আগামীকাল রাজ্যে আস্থা ভোটের পূর্বে স্পিকার নির্বাচন বাধ্যতামূলক। ফলে স্বাভাবিকভাবেই এই পদে নিজেদের প্রার্থীকে জয়ী করার জন্য তৎপর হয়ে ওঠে শাসক-বিরোধী দুই পক্ষ। একদিকে যেমন একনাথ শিন্ডের দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় বিজেপি বিধায়ক রাহুল নরবেকরের আবার অপরদিকে বিরোধী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রত্নগিরির শিবসেনা বিধায়ক রঞ্জন সালভি।
উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাস পূর্বে বিধানসভা স্পিকারের পদে অস্থায়ীভাবে দায়িত্ব গ্রহণ করেন নীহারী সীতারাম জিরওয়াল। তবে নতুন সরকার শপথ নেওয়ার পর নয়া ভাবে স্পিকার নির্বাচন করার নির্দেশ দেন রাজ্যপাল। এদিন বিধানসভার স্পিকার নির্বাচনের প্রথম থেকেই এগিয়ে থাকে শাসকপক্ষ। এক্ষেত্রে বিজেপি বিধায়ক রাহুল নরবেকরের জয়লাভ একপ্রকার নিশ্চিত ছিল আর শেষ পর্যন্ত হল তাই।
১৬৪ টি ভোট পেয়ে বর্তমানে স্পিকার পদে নিযুক্ত হলেন রাহুল। যদিও প্রথম থেকেই এই নির্বাচনের বিরোধ করে আসছিল শিবসেনা। তবে তাদের কোন দাবি ধোপে টেকেনি। এর মাঝে এদিন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে বলেন, “আজ স্পিকার নির্বাচনটি বিধায়কদের নৈতিকতা পরীক্ষা করবে। আমরা আমাদের সবটুকু দিয়ে লড়াই করব।” তবে শেষ পর্যন্ত বিরোধীদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে শেষ হাসি হাসলেন একনাথ শিন্ডে।