দায়িত্ব পেতেই তৃণমূল কার্যালয়ে পৌঁছে গেলেন মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি! তুঙ্গে বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষা সংক্রান্ত মামলা নিয়ে দুশ্চিন্তা যেন বেড়েই চলেছে শাসকদলের। একেই স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে প্রাইমারি টেট মামলায় ক্রমশ দেওয়ালে পিঠ ঠেকেছে তৃণমূল কংগ্রেসের। এর মাঝেই কয়েকদিন পূর্বে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সরিয়ে সেখানে রামানুজ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ করা হয়। এক্ষেত্রে এসএসসি বিতর্কে সিবিআই তদন্তের মুখে পড়ার কারণে কল্যাণবাবুকে সরানো হয় বলে খবর সামনে আসতে থাকে। তবে সরকারের এত প্রচেষ্টার পরেও বর্তমানে পুনরায় এক নতুন বিতর্কের জন্ম নিলো।

কয়েকদিন পূর্বে মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্ব নেওয়ার পরেই এবার তৃণমূলের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে পৌঁছে গেলেন রামানুজ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি ভিডিও ক্রমশ ভাইরাল হয়ে পড়েছে। ফলে শাসকদলের অনুষ্ঠানে কিভাবে তিনি হাজির হতে পারেন, সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। ভিডিওয় তৃণমূল দলীয় কার্যালয়ে রামানুজ গঙ্গোপাধ্যায়কে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। ফলে ‘শহীদ দিবস’-এর ব্যানার মাঝে ‘তৃণমূল কংগ্রেস’ লেখা তৃণমূলের দলীয় কার্যালয়ে কি কারণে পৌঁছে গেলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তা নিয়ে অধিকাংশ মহল থেকেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

ভাইরাল ভিডিওয় তাঁর গলায় তেরঙ্গা উত্তরীয় ঝুলতেও দেখা যায়। স্বাভাবিকভাবেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হোক কিংবা অন্য পদে নিযুক্ত কোন কর্মী, শাসকদলের অনুষ্ঠানে তাঁকে কেনই বা দেখা যাবে, সেই নিয়ে বিরোধী পক্ষ থেকে শুরু করে শিক্ষাবিদেরাও সরব হয়েছেন। গোটা ঘটনা প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, “মধ্যশিক্ষা পর্ষদের যে কোন পদে নিযুক্ত ব্যক্তি কার্যভার সামলানোর সময় কোন দলের থাকতে পারেন না। এক্ষেত্রে উনি শাসকদলের পক্ষ থেকে সংবর্ধনা নিতে গেছেন, এখানে আমার গোটা ঘটনাটি অদ্ভুত মনে হয়েছে।”

jpg 20220703 115828 0000

ফলে স্বাভাবিকভাবেই যখন শিক্ষা সংক্রান্ত দুর্নীতি থেকে মুখ ঘোরানোর জন্য কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ছাঁটাই করে সভাপতি পদে রামানুজকে নিয়ে এসেছে শাসক দল, সেই সময় দাঁড়িয়ে নতুন বিতর্ক পিছু ছাড়লো না তাদের। তবে এই প্রসঙ্গে সকল অভিযোগ উড়িয়ে দিয়ে রামানুজবাবু বলেন, “এক্ষেত্রে আমার পদের সঙ্গে অনুষ্ঠানের কোন সম্পর্ক নেই। আমি শিক্ষকদের থেকে শুভেচ্ছা নিয়েছি।” তবে তাঁর এই মন্তব্যের পরেও গোটা ঘটনা নিয়ে যে সরগরম হতে চলেছে রাজনীতি, তা বলাবাহুল্য।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর