বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র থেকে বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়েছে ভারত। কিন্তু ভারতের মধ্যে কোন শহরটি সবথেকে ধনী বলতে পারবেন? অথবা ভারতের ধনী রাজ্যগুলির তালিকায় কত নম্বরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ? এই সব কিছু জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
গ্লোবাল ওয়েলথ ট্র্যাকার হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি অবাক করে দেওয়া একটি পরিসংখ্যান সবার সামনে নিয়ে এসেছে। এই সংস্থা উল্লেখ করেছে পুনরায় নিউ ইয়র্ক ২০২৩ সালের বিশ্বের সবথেকে ধনী শহর হিসেবে নিজের জায়গা দখল করে নিয়েছে। এই সংস্থা ভারতের শহরগুলির আয় নিয়েও পরিসংখ্যান প্রকাশ করেছে তাদের রিপোর্টে।
এই তালিকা অনুযায়ী ভারতের সবথেকে বেশি কোটিপতি বসবাস করেন এই পাঁচটি শহরে। ১.২৫ লক্ষেরও বেশি কোটিপতি রয়েছেন ভারতের এই শহরগুলিতে। এই তালিকায় মহারাষ্ট্রের স্থান রয়েছে ২৯ নম্বরে। অর্থাৎ বিশ্বের ধনী রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের (Maharashtra) প্রদান এটা। এখানেই বাস করেন ভারতের সবথেকে বেশি কোটিপতিরা।
সেই হিসেবে ভারতের সবথেকে ধনী শহর হল মুম্বাই। হিসাব অনুযায়ী মহারাষ্ট্রের জিএসডিপি ৪০০ বিলিয়ন ডলার। মহারাষ্ট্রের পরে রয়েছে তামিলনাড়ু। ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার জিএসডিপি এই রাজ্যের। ভারতের গুজরাট দেশের তৃতীয় ধনী রাজ্য। মোদীর রাজ্যের জিএসডিপি ২৫৯ বিলিয়ন মার্কিন ডলার।
আপনারা জানলে অবাক হয়ে যাবেন ভারতে উৎপাদিত ওষুধের এক-তৃতীয়াংশই গুজরাটে তৈরি হয়। তামাক, সুতি-কাপড় এবং বাদামের উপর অনেকটাই গুজরাটের অর্থনীতি নির্ভরশীল। কর্নাটক হয়েছে এই তালিকায় চতুর্থ স্থানে। ২৪৭ বিলিয়ন মার্কিন ডলার জিএসডিপি নিয়ে কর্ণাটক দেশের চতুর্থ ধনী রাজ্য।
২৩৪ বিলিয়ন মার্কিন ডলার জিএসডিপি নিয়ে উত্তর প্রদেশ ভারতের পঞ্চম ধনী রাজ্য। এরপর আসা যাক আমাদের পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্যের কথায়। এই তালিকা অনুযায়ী ভারতের ষষ্ঠ ধনী রাজ্য হল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের জিএসডিপি ২০৬ বিলিয়ন মার্কিন ডলার। খনিজ সমৃদ্ধ রাজ্য রাজস্থান এই তালিকায় রয়েছে সপ্তম স্থানে। মরু রাজ্যের জিএসডিপি ১৬১ বিলিয়ন মার্কিন ডলার।