বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে (Maharashtra) জোট সরকার গঠন হয়েছে ঠিকই, কিন্তু প্রায় দিনই জোট সরকারের দল গুলোর মধ্যে কোনও না কোনও ইস্যু নিয়ে মতভেদ সামনে আসে। এবার মহারাষ্ট্রে (Maharashtra) শিবসেনা (Shiv Sena) আর কংগ্রেসের মধ্যে ঔরঙ্গাবাদ (Aurangabad) শহরের নাম বদলানো নিয়ে বিবাদ সামনে এসেছে।
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের নাম বদলানো নিয়ে কংগ্রেস আর শিবসেনা একে অপরের বিরুদ্ধে ক্ষুব্ধ। শিবসেনা ঔরঙ্গাবাদ শহরের নাম বদলে সম্ভাজি নগর করার পরিকল্পনা নিচ্ছে। আর সেই নিয়ে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম শিবসেনাকে জোট ধর্ম পালনের কথা মনে করিয়ে দেন।
কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম বলেন, ‘ঔরঙ্গাবাদ শহরের নাম বদলানো শিবসেনার পুরনো এজেন্ডা, কিন্তু সরকার তিনটি দল নিয়ে গঠন হয়েছে এটা তাঁদের ভোলা উচিৎ নয়। জোট সরকার কমন মিনিমাম প্রোগ্রামে চলে। কারোর ব্যক্তিগত আদর্শে ন্য। প্রোগ্রাম কাজ করার জন্য হয়েছে, নাম বদলানোর জন্য নয়।”
যদিও কংগ্রেসের আপত্তিকে প্রাধান্য দিতে নারাজ শিবসেনা। দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রায়ুত বলেন, ‘ঔরঙ্গাবাদ শহরের নাম বদলানো শিবসেনার অনেক পুরনো অ্যাজেন্ডা। এই ইস্যুতে জোট সরকারে যুক্ত দল গুলো বসে একটি সিদ্ধান্তে আসবে।”
জোট সরকারের মধ্যে কোনও বিতর্ক সৃষ্টি হলে বিজেপি কটাক্ষ করতে পিছুপা হয় না। ঔরঙ্গাবাদ শহরের নাম বদলানোর ইস্যুতে শিবসেনা আর কংগ্রেসের মধ্যে তৈরি হওয়া বিবাদ নিয়ে বিজেপি কটাক্ষ করেছে। বিজেপি বলেছে, এই কাজ শিবসেনা এর আগেও করতে পারত। বিজেপি নেতা রাম কদম বলেন, ‘পুরসভার নির্বাচনের আগে শিবসেনার সাম্ভাজি নগরের কথা মনে পড়েছে। এটা আগে কেন করেনি?”