বাংলা হান্ট ডেস্ক: চলছে বর্ষাকাল। এই সময় কার না ঘুরতে যেতে ইচ্ছে হয় বলুন। কিন্তু সময় পাচ্ছেন না। এছাড়াও এই সময় মানুষ পাহাড়ে ঘুরতে যেতে চায়। কিন্তু বর্ষাকালে পাহাড়ে ধ্বস নামার কারনে পাহাড় যেতে ভয় পায়। তবে আর ভয়ের কিছু নেই। আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে যেতে পারেন মহারাষ্ট্রে (Maharashtra)। এখানে গেলে আপনি যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন তেমনি দেখতে পারবেন মেঘ আর কুয়াশার লুকোচুরি।
বর্ষায় প্রকৃতির কোলে একে-অন্যকে চিনতে পৌঁছে যান মালসেজ ঘাট (Maharashtra)
হাতে গুনে আর কয়েকটা দিন। তারপরই পুজো। এছাড়া চলছে বর্ষাকাল (Monsoon)। এই সময় অনেকেই ঘুরতে যায়। আজ আপনাদের মহারাষ্ট্রের (Maharastra) এমন এটা জায়গার খোঁজ দেব যেখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সঙ্গে সঙ্গে মেঘেদের আনাগোনা উপভোগ করতে পারবেন। এছাড়াও বর্ষায় মহারাষ্ট্র(Maharastra) নতুনভাবে সেজে ওঠে।
এখানে গেলে আপনি দেখতে পারবেন পাহাড়- মেঘের খেলা। এছাড়াও এই সময় পাহাড়-জঙ্গল-ঘন সবুজের ছোঁয়ায় মহারাষ্ট্রের রানে জেলার শৈলশহর মালসেজ ঘাট ঘুরতে যেতে পারেন। এই সময় এই জায়গা হয়ে ওঠে স্বপ্নরাজ্য।
কীভাবে যাবেন?
হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেন ধরে নামতে হবে কল্যাণ স্টেশন। সেখান থেকে ৮৭ কিলোমিটার দূরে অবস্থিত মালসেজ (Malshej Ghat Sahyadri)। আপনি কল্যাণ স্টেশন থেকে আপনি গাড়ি ভাড়া করে নিতে পারেন। অথবা চাইলে আপনি ফ্লাইটে করে পুনেতে নেমে আসতে পারেন। তবে সেখান থেকে ১২২ কিলোমিটার দূরত্ব পড়বে।
কোথায় থাকবেন?
মহারাষ্ট্র (Maharastra) পর্যটন দফতরের এমটিডিসি মালসেজ ঘাট রয়েছে থাকার জন্য। এছাড়াও এখানে বেশ কিছু হোটেল আপনি পেয়ে যাবেন।