বাংলাহান্ট ডেস্ক: ‘বলিউড আমাকে অ্যাফোর্ড করতে পারবে না’, ঠিক এই ভাষাতেই হিন্দি ইন্ডাস্ট্রিকে কটাক্ষ করলেন মহেশ বাবু (Mahesh Babu)। তিনি তেলুগু ইন্ডাস্ট্রির মেগাস্টার। হিন্দি ছবিতে কি মহেশ বাবুর ম্যাজিক দেখা যাবে না? প্রশ্নের উত্তরে সোজাসাপটা উত্তর দিয়েছেন অভিনেতা। বেকার সময় নষ্ট করতে চান না তিনি।
দেশে বলুন বা বিদেশে, সর্বত্রই এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জয়জয়কার। বলিউডের কোনো ছবিই ছাপ ফেলতে পারছে না দর্শক মনে। সেখানে দক্ষিণের একের পর এক ছবি ১০০০ কোটির মাইলফলক ছাড়াচ্ছে ব্যবসায়। বলিউডের ভাঁড়ার ঠনঠন। এমতাবস্থায় অনেক তারকা যেমন দক্ষিণের পথে পা বাড়াচ্ছেন তেমনি দক্ষিণ থেকেও সফল অভিনেতা অভিনেত্রীদের হিন্দি ইন্ডাস্ট্রিতে আনা হচ্ছে লাভের আশায়।
মহেশ বাবুর ইন্ডাস্ট্রির অনেকেই হিন্দি সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি কী চিন্তা ভাবনা করছেন? সম্প্রতি ‘মেজর’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অভিনেতা। তিনি যা উত্তর দিয়েছেন তা ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে।
কোনো রকম রাখঢাক না করেই মহেশ বাবু উত্তর দেন, “হিন্দি ছবির জন্য অনেক প্রস্তাব আমি পেয়েছি। কিন্তু আমার মনে হয় না আমাকে বহন করার ক্ষমতা ওদের আছে বলে। যে ইন্ডাস্ট্রি আমাকে অ্যাফোর্ড করতে পারবে না সেই ইন্ডাস্ট্রিতে কাজ করে সময় নষ্ট করতে চাই না আমি। যে স্টারডম আর সম্মান আমি এখানে পাই সেটা বিরাট। তাই আমি কখনো ভাবিনি নিজের ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা।”
মহেশ বাবু আরো জানান, তিনি প্রথম থেকেই স্বপ্ন দেখেছেন ভাল কাজ করে নাম কামানোর। সেই স্বপ্নটা এবার পূরণ হচ্ছে। তাঁর নাম এখন গোটা দেশ তথা বিশ্বও জানে। এর থেকে বেশি আনন্দ আর কিছুতেই নয় বলে মন্তব্য করেন মহেশ।
এর আগে আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’র প্রথম প্রস্তাব নাকি গিয়েছিল মহেশ বাবুরর কাছেই। কিন্তু পত্রপাঠ নাকচ করে দেন অভিনেতা। মহেশ বাবু নিজেই বলেছিলেন, তিনি শুধুমাত্র তেলুগু ছবিতে কাজ করতে চান। হিন্দি ছবিতে কাজ করার দরকার নেই তাঁর। তিনি চান তাঁর তেলুগু ছবিকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে। তাঁর উদ্দেশ্য সফল হচ্ছে। অন্য অভিনেতাদের মতো হওয়ার দরকার নেই তাঁর।