লকডাউনের মধ‍্যেই মেয়ে জিভাকে বাইকের পেছনে নিয়ে ঘুরছেন মাহি! মুহূর্তে ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মেয়েকে বাইকে চাপিয়ে ঘুরতে বেরোলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh dhoni)। নানা ঘাবড়াবেন না, রাস্তায় নয়, নিজের বাড়ির লনেই জিভাকে পেছনে বসিয়ে বাইক চালাতে দেখা গেল মাহিকে। লকডাউনে এভাবেই সময় কাটাচ্ছেন তিনি।


বিরাট কোহলি থেকে শিখর ধাওয়ান, লকডাউনে গৃহবন্দি সকলেই। ক্রিকেট মাঠের সেই ব‍্যস্ততাকে দূরে সরিয়ে বাড়িতে স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন তারা। বিরাট অনুষ্কার কাণ্ডকারখানার নমুনা তো মাঝে মাঝেই দেখা যায়। কখনো বিরাটের চুল কেটে দিচ্ছেন অনুষ্কা তো কখনো আবার মজা করে তাকে চৌকা ছক্কা মারতে বলছেন। বাদ যান না লিখর ধাওয়ানও। মজার মজার টিকটক ভিডিও করতে তারও জুড়ি নেই।

https://www.instagram.com/p/B68RZREnvS6/?igshid=10lqrh1svdnew

তবে ভারতীয় ক্রিকেট টিমের বাকিদের খবরাখবর মোটামুটি পেলেও তেমন খবর পাওয়া যায় না ধোনির। তবে তার নিজের ইনস্টা হ‍্যান্ডেলে দীর্ঘদিন কোনও পোস্ট না দিলেও সাক্ষী ধোনির মাধ‍্যমে জানা যায় লকডাউনে তিনি কী কী করছেন।

https://www.instagram.com/p/B-FKFcLHzZV/?igshid=1vgoje292bbqe

কিছুদিন আগেই সাক্ষী ও মাহির একটি ছবি ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। ছবিতে দেখি গিয়েছিল মাহি শুয়ে ভিডিও গেম খেলছেন। অপরদিকে তাঁর পা নিজের কোলের ওপর তুলে কামড়ে দিতে যাচ্ছেন স্ত্রী সাক্ষী। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন স্বামীর মনোযোগ আকর্ষণ করার থাকে’। অর্থাৎ বাড়িতে ভিডিও গেম খেলেই সময় কাটাচ্ছেন ধোনি।

https://www.instagram.com/p/B_KNDURHP7M/?igshid=ln2tcyq1c02u

এবার ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে বাইকে মেয়ে জিভাকে পেছনে বসিয়ে বাড়ির লনে ঘুরছেন মাহি। তার ফ‍্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও। ইতিমধ‍্যে ১১ হাজারের বেশি লাইক পড়েছে ভিডিওতে। বেশ ভাইরাল হয়েছে ধোনি ও জিভার এই মিষ্টি ভিডিও।

https://www.instagram.com/p/B_NBvQ_Jg1z/?igshid=t47adugbcocy

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বাইশ গজের বাইরে থাকলেও এবার মাহির মাঠে ফেরার একটা সম্ভাবনা দেখা গিয়েছিল‌। চলতি বছরে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলের মাধ‍্যমেই ফের নিজের দক্ষতা প্রমাণ করবেন মাহি, এমনটাই ভেবেছিলেন সকলে। কিন্তু বর্তমান পরিস্থিতে সে সবই খুব অনিশ্চিত হয়ে পড়েছে।

X